ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘রিয়ালের হয়ে ইতিহাস গড়ব’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রিয়ালের হয়ে ইতিহাস গড়ব’

ক্রীড়া ডেস্ক : পর্তুগালের ক্লাব পোর্তো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। আজ বুধবার তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সামনে হাজির করা হয়। অবশ্য আগেই তাকে হাজির করা যেত। কিন্তু ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার দলে থাকায় দেরি হয়েছে।

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে উচ্ছ্বসিত মিলতাও বলেছেন, ‘বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলার সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি। আমি রিয়ালের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চাই আমার উপর কনফিডেন্স রাখায়। আমি রিয়ালের সমর্থকদের নিশ্চয়তা দিতে চাই যে মাঠে সর্বোচ্চটুকু দিয়ে খেলব। রিয়ালের হয়ে ইতিহাস গড়ব।’

রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ মিলিতাওকে স্বাগত জানিয়ে বলেন, ‘জয় পাওয়াটা এই ক্লাবের ডিএনএ এর অংশ। এই ক্লাবের কেউ কখনো হার মানে না। আজকের দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একজন ডিফেন্ডারকে স্বাগত জানাচ্ছি। সে রিয়ালে এসেছে মাত্র ২১ বছর বয়সে। ইউপোরের ফুটবলের সঙ্গে খুব দ্রুত সে নিজেকে মানিয়ে নিয়েছে। গেল পাঁচ মাস সে বিশ্বের সেরা রক্ষণভাগের অধিকারী পর্তুগীজ ক্লাব পোর্তোর অংশ ছিল।’

‘তার সাহস ও আকাঙ্ক্ষা তাকে সাফল্য পেতে সহায়তা করবে। এদের মিলতাও তুমি রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়। এটা তোমার বাড়ি। তুমি কখনোই ভুলতে পারবে না। কারণ, রিয়াল মাদ্রিদের মূল্যবোধ সব সময় তোমার সঙ্গে থাকবে।’ যোগ করেন তিনি।


রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়