ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মার্করাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মার্করাম

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথম দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। রাঁচিতে শেষ টেস্টে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ দলটির সামনে। এ দুঃসময়ে চোটের কারণে প্রোটিয়া শিবির থেকে ছিটকে যাচ্ছেন একের পর এক ক্রিকেটার।

চোটের কারণে তৃতীয় টেস্টর দল থেকে বাদ পড়েছেন কেশব মহারাজ। তার সঙ্গে এবার দল থেকে ছিটকে গেছেন অ্যাইডেন মার্করাম। পুনে টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পাওয়ায় শেষ টেস্টে খেলা হচ্ছে না তার।

মার্করামের চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের ডাক্তার হাশেন্দ্রা রামজি বলেন, ‘ সিটি স্ক্যানের রিপোর্টে অ্যাইডেন মার্করামের কনুইয়ে চিড় ধরা পড়েছে। মেডিকেল টিম ভারতের বিপক্ষে তাকে পরের টেস্ট না খেলার পরামর্শ দিয়েছে। তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হচ্ছে।’

ভারতে এসে অনুশীলন ম্যাচে দুটি সেঞ্চুরি করেছিলেন মার্করাম। তবে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে সেই ধারা ধরে রাখতে পারেননি। বিশাখাপত্তমে প্রথম টেস্টর দুই ইনিংসে ৫ ও ৩৯ রানে আউটের পর পুনে টেস্টে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি।

তিন ম্যাচ টেস্টের শেষটিতে আগামী ১৯ অক্টোবর রাঁচিতে বিরাট কোহলির ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

 

ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়