ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘প্রক্সি’তেও টস ভাগ্য ফিরল না প্রোটিয়াদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রক্সি’তেও টস ভাগ্য ফিরল না প্রোটিয়াদের

এশিয়ায় টানা নয় টেস্টে টস হেরেছেন।দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি রাঁচি টেস্টে তাই টস করার জন্য প্রক্সি পাঠাতে পারেন, এমন আভাস পাওয়া গিয়েছিল ম্যাচের আগের দিনই

আজ ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ডু প্লেসি যখন টস করতে নামলেন, তার সঙ্গে আরও একজন- সহ অধিনায়ক টেম্বা বাভুমা। মুদ্রা ছুড়লেন কোহলি। কল করলেন বাভুমা।

কিন্তু সিরিজের প্রথম দুই টেস্টের মতো রাঁচিতেও টস ভাগ্য ফিরল না প্রোটিয়াদের। টস জয়ের হ্যাটট্রিক করলেন কোহলি। দক্ষিণ আফ্রিকাকে রানের পাহাড়ে চাপা দিতে ভারত অধিনায়ক প্রথম দুই টেস্টের মতোই আবার আগে ব্যাটিং নিয়েছেন। 

শেষ টেস্টে পেসার ইশান্ত শর্মাকে বিশ্রাম দিয়েছে ভারত। আন্তর্জাতিক অভিষেক হয়েছে ‘লোকাল বয়’ বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের।

দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয়েছে দুজনের। টেস্ট অভিষেক হয়েছে ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনের। আন্তর্জাতিক ক্যাপ পেয়েছেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে। সুযোগ পেয়েছেন লুঙ্গি এনগিডিও।

প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির শহরে শুরু হওয়া শেষ টেস্টটা দক্ষিণ আফ্রিকার জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়