ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জিদানের ওপর চাপ কমালেন ক্রুস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিদানের ওপর চাপ কমালেন ক্রুস

এবারের চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের একমাত্র গোলে গালাতাসারাইকে তাদের মাঠেই হারিয়েছে জিনেদিন জিদানের দল।

পিএসজির বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরুর পর ক্লাব ব্রুজের সঙ্গে ড্র করেছিল রিয়াল। গত সপ্তাহে তারা লা লিগায় হেরে বসে পুঁচকে মায়োর্কোর বিপক্ষে।

তাতে চাপ বেড়ে গিয়েছিল রিয়াল কোচ জিদানের ওপর। স্পেনের সংবাদমাধ্যমে এমন খবরও বের হয় যে, যদি গালাতাসারাইয়ের বিপক্ষে রিয়াল হারে তাহলে বরখাস্ত হতে পারেন জিদান। ক্রুস কোচের ওপর থেকে সেই চাপ কিছুটা কমালেন।

ইস্তানবুলে মঙ্গলবার রাতে ম্যাচের ১৮ মিনিটে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন ক্রুস। এডেন হ্যাজার্ডের কাটব্যাকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামা জার্মান মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে সহজেই ব্যবধান বাড়াতে পারতেন হ্যাজার্ড। কিন্তু গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালেও বল পাঠাতে পারেননি বেলজিয়ান ফরোয়ার্ড। তার শট ফেরে ক্রসবারে লেগে।

স্বাগতিকরা সুযোগ পেয়েছিল একাধিকবার। কিন্তু ফ্লোরিয়ান আন্দোনকে দুবার ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। শেষ দিকে স্টিভেন এনজনজির হেড সামান্য বাইরে দিয়ে চলে যায়।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে ক্লাব ব্রুজকে ৫-০ গোলে হারানো পিএসজি ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়