ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টটেনহামের কোচ হলেন মরিনহো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টটেনহামের কোচ হলেন মরিনহো

ইংলিশ ক্লাব টটেনহামের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হোসে মরিনহো। মরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হলেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এই পর্তুগিজ কোচ।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরম্যান্সের কারণে মঙ্গলবার পচেত্তিনোকে বরখাস্ত করে টটেনহাম। পরদিনই নতুন কোচ হিসেবে মরিনহোর নাম ঘোষণা করেছে তারা।

৫৬ বছর বয়সি মরিনহোর সঙ্গে টটেনহামের চুক্তি হয়েছে ২০২২-২৩ মৌসুম শেষ হওয়া পর্যন্ত।

২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর এতদিন কোচিংয়ের বাইরে ছিলেন মরিনহো।

আরেক ইংলিশ ক্লাব চেলসিকে দুই মেয়াদে তিনটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ জেতানো মরিনহো এখনো লন্ডনেই থাকেন।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়