ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুরানে দ্বিতীয় দিনও ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুরানে দ্বিতীয় দিনও ইংল্যান্ডের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। আজ শুক্রবার বোলাররা দ্বিতীয় দিনটিও ইংল্যান্ডকে উপহার দিয়েছেন। বিশেষ করে স্যাম কুরান। তিনি ইনিংসের শুরুতে টম লাথাম ও দিনের শেষ দিকে বিপজ্জনক হয়ে ওঠা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে স্বস্তি দিয়েছেন দলকে।

ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের চেয়ে এখনো তারা ২০৯ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন হেনরি নিকোলস (২ৈ৬) ও বিজে ওয়াটলিন (৬)।

৪ উইকেট হারিয়ে ২৪১ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে। আজ বাকি ৬টি উইকেট হারিয়ে ১১২ রান তুলতে পারে তারা। বেন স্টোকস সর্বোচ্চ ৯১ রান করেন। ১৪৬ বল খেলে ১২টি চারের সাহায্যে এই রান করেন তিনি। তার সঙ্গে আগের দিন অপরাজিত থাকা ওলি পোপ করেন ২৯ রান। ৪৩টি রান আসে জস বাটলারের ব্যাট থেকে। জ্যাক লিচ অপরাজিত ১৮ রান করেন।

বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন নেইল ওয়াগনার। ২টি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম।

এরপর নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। দলীয় ১৮ রানের মাথায় স্যাম কুরানের বলে এলবিডব্লিউ হয়ে যান টম লাথাম (৮)। সেখান থেকে জিত রাভাল ও অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। কিন্তু দলীয় ৭২ রানের মাথায় রাভাল (১৯) জ্যাক লিচের বলে স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন জো ডেনলির হাতে।

১০৬ রানের মাথায় রস টেলরকে ফেরান বেন স্টোকস। ওলি পোপের হাতে ধরা পড়েন টেলর। ১২৭ রানের মাথায় উইলিয়ামসনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন স্যাম কুরান। ৮৫ বল খেলে ৭ চারে ৫১ রান করে যান তিনি। সেখান থেকে হেনরি নিকোলস ও বিজে ওয়াটলিন মিলে দিনের বাকি সময়টুকু পার করে ফেরেন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়