ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় মেয়েদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় মেয়েদের

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) দ্বিতীয় দিনে মেয়েদের জয়জয়কার।

কারাতে দুটি সোনা জয়ের দিনে ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে উড়িয়ে এসএ গেমসে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। পোখরায় আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১২২ রান তোলে। জবাবে বাংলাদেশ ৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

বোলিংয়ে বাংলাদেশকে এগিয়ে রাখেন স্পিনার নাহিদা আক্তার। ৩২ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে বড় পুঁজি পেতে দেননি নাহিদা। এছাড়া জাহানারা আলম নিয়েছেন ১ উইকেট।

টস হেরে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল। উদ্বোধনী জুটিতে ৩৪ রান করেন থিমাসানি ও আনালি। এতে আনালির অবদান মাত্র ৫ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়ক মাদাবি ও খিমাসানি ৪৮ রানের জুটি গড়েন। এ সময়ে হাফ সেঞ্চুরি তুলে নেন থিমাসানি। মাদাবির ব্যাট থেকে আসে ৩৩ রান।

১৩তম ওভারের শেষ বলে রান আউটে থিমাসানি ৫৫ রানে বিদায় নেন। ৪৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান থিমাসানি। এরপর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। নাহিদা দ্রুত ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার রান বড় হতে দেননি।

লক্ষ্য তাড়ায় ১৩ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৮ রানে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। দ্বিতীয় উইকেটে আয়েশা রহমান ও সানজিদা ইসলাম প্রতিরোধ গড়েন। দুজনের জুটিতে আসে ৫৩ রান। ১১তম ওভারে থারিকা সেয়ান্ডি এ জুটি ভাঙেন। ২৯ রান আসে আয়েশার ব্যাট থেকে। ২ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। চারে নাাম নিগার সুলতানা ব্যাট হাসেনি। ৬ রানে আউট হন।

বাংলাদেশকে এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২৭ বলে ৩৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফারজানা হক ও সানজিদা ইসলাম। ৪৫ বলে ৮ চারে ৫১ রান করেন সানজিদা। ১৮ বলে ১ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন ফারজানা।

ম্যাচ সেরা নির্বাচিত হন সানজিদা।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়