ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাথুরুসিংহের ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাথুরুসিংহের ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন চন্ডিকা হাথুরুসিংহে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা ষষ্ঠ স্থান দখল করে। দলের এমন পারফরম্যান্সের জন্য দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো কোচকে দায়ী করেন। আর বিশ্বকাপে লঙ্কানদের দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রাক্তন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় দেশটির ক্রীড়ামন্ত্রী বলেন, ‘হাথুরুকে যে বেতন দেওয়া হয়। এর অর্ধেক বেতনে ভালো মানের বিদেশি কোচ পাওয়া সম্ভব।’

এর ফলে বিশ্বকাপের পর থেকে দলে এক প্রকার ব্রাত্য হয়ে পড়েন হাথুরুসিংহে। পাকিস্তান সফরে শ্রীলঙ্কা প্রধান কোচ হিসেবে প্রেরণ করে বোলিং কোচ রুমেশ রত্নানায়েকেকে।

এরপর শ্রীলঙ্কা জাতীয় দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় প্রোটিয়া মিকি আর্থারকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব পান জিম্বাবুইয়ান গ্র্যান্ট ফ্লাওয়ার। চন্ডিকা হাথুরুসিংহকে তখন বরখাস্তের ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। এরপরে বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান ডেভিড সকার ও ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমটকে নিয়োগ দেয় ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সানডে আইল্যান্ড বলছে, হাথুরুসিংহেকে চুক্তি শেষ হওয়ার ১৮ মাস আগে ছাঁটাই করে লঙ্কান ক্রিকেট বোর্ড। ছাঁটাই করে বোর্ড ৬ মাসের বেতন দিতে চায়। চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের বেতন ছিল ৬০ হাজার ডলার। তবে সেটি নিতে অস্বীকৃতি জানান হাথুরুসিংহে। বরং পুরো চুক্তির বেতন দাবি করেন তিনি। সে হিসাবে তিনি ১.০৮ মিলিয়ন ডলার পান।

তবে আন্তর্জাতিক দলের কোচ হিসেবে তার যে সুনাম ছিল, সেটা ক্ষুণ্ণ করার জন্য ক্ষতিপূরণ দাবি করেন হাথুরুসিংহে। বোর্ড বরাবর ৫০ লাখ ডলার দাবি করে চিঠি দেন সাবেক এই বাংলাদেশের কোচ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্পাদক মোহন ডি সিলভা বলেন, ‘হাথুরু আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে সে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।’

 

ঢাকা/কামরুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়