ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট

গ্রুপ সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রুপ সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল

রাজশাহীতে চলছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০। শনিবার ২টি মাঠে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ। সমনা ৬ পয়েন্ট নিয়ে হেড টু হেডে দ্বিতীয় স্থানে আছে রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও মডেল স্কুলের পয়েন্ট সমান হলে উভয় দলের মধ্যে হেড টু হেডে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই গ্রুপের অপর ম্যাচে বিড়ালদাহ সৈয়দ করম আলী শাহ স্কুল প্রতিপক্ষ বিবি হিন্দু একাডেমিকে পরাজিত করে ৩ পয়েন্ট নিয়ে তাদের খেলা শেষ করে।

‘এফ’ গ্রুপে হাট কান পাড়া স্কুলকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে পর্বের খেলা শেষ করে শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুল এবং ‘ই’ গ্রুপের অপর খেলায় শিমুল মেমোরিয়ার নর্থ সাউথ স্কুল প্রতিপক্ষ শহীদ জিয়াউর রহমান স্কুলকে পরাজিত করে একমাত্র জয় নিয়ে খেলা শেষ করে।

মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে  দিনের প্রথম খেলায় রাজশাহী ইসলামি শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুলকে ৩০ রানে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিশ্ববিদ্যালয় স্কুল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে। দলের পক্ষে আব্দুল্লাহ ২৩ ও অপূর্ব ১৮ রান করেন। বিপক্ষ দলের সোহাগ ১৭ রানে ৩ উইকেট ও  মেরাজ ১৮ রানে ২ উইকেট নেন। ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারের ৮৭ রানে অলআউট হয়ে যায় রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল। দলের পক্ষে মাহিন ২৯ ও তানিম ১৪ রান করেন। বিপক্ষ দলের অপূর্ব ১৫ ও সিয়াম ২০ রানে ৩টি করে উইকেট লাভ করেন।

এমাঠে দিনের অপর খেলায় বিড়ালদাহ সৈয়দ করম আলী শাহ স্কুল ৮ উইকেটে পরাজিত করে শহরের বিবি হিন্দু একাডেমিকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিবি হিন্দু একাডেমি ১৫.৪ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রোকন ৯ রান করেন। বিপক্ষ দলের মোসাদ্দেক ৭ রানে ৪ ও তাহেরুল ৯ রানে ৩ উইকেট শিকার করেন। ৫১ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে  ১২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে বিড়ালদাহ সৈয়দ করম আলী শাহ স্কুল ।

মহিলা কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুল ৭ রানে পরাজিত করে হাট কান পাড়া স্কুলকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুল ২০ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নোমান ১৮ ও সিহাব ১০ রান করেন। বিপক্ষ দলের শাহরিয়ার ১৯ রানে ৩টি ও মুক্তার ১০ রানে ২টি উইকেট নেন। ১১১ রানে টার্গেটে ব্যাট করতে নেমে হাট কান পাড়া স্কুল ২০ ওভারের ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে। দলের পক্ষে ইমন ৩৭ রান করেন। বিপক্ষ দলের জয় ১৯ রানে ৩টি উইকেট নেন।

এমাঠে দিনের অপর খেলায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল ২০ রানে পরাজিত করে শহীদ জিয়াউর রহমান স্কুলকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিমুল মেমোরিয়াল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে আনোয়ার ৩০ রান করেন। বিপক্ষ দলের জুনায়েদ ২৩ রানে ৩ উইকেট নেন। ১১৭ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শহীদ জিয়াউর রহমান স্কুল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে নোমান সর্বোচ্চ ২০ রান করেন। বিপক্ষ দলের শাহরিয়ার ১৭ রানে ৩ উইকেট লাভ করেন।

এই টুর্নামেন্টের কো-স্পন্সর ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়