ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইতিহাস গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাস গড়লেন মেসি

নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ লরিয়াস পুরস্কার নিজের করে নিলেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর।

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়ার প্রচলন ঘটে এখন থেকে ২০ বছর আগে থেকে। তবে একবারও এ পুরস্কার জিতেনি কোনো ফুটবলার। শেষ ছয় বছর ধরে সে ধারা ভাঙার চেষ্টা করছিলেন মেসি। পাঁচবারের চেষ্টায়ও মেলেনি মর্যাদাপূর্ণ পুরস্কারটি। তবে এবার আর ভাগ্যদেবী আটকাতে পারেননি মেসিকে। ঠিকই জিতে নিলেন লরিয়াস ট্রফি। তবে ভাগ বসিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটন।

সোমবার রাতে জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারই প্রথম যৌথভাবে নির্বাচিত হলো বর্ষসেরা ক্রীড়াবিদ। মেসি ও হ্যামিলটন দুজনই সমানসংখ্যক ভোট পেয়ে ‘বেস্ট স্পোর্টসম্যান অব দ্য ইয়ার’ হন। এ বছর তারা পেছনে ফেলেন টেনিস তারকা রাফায়েল নাদাল, ম্যারাথনার এলিদু কিপচোগে ও কিংবদন্তি গলফার টাইগার উডসকে।

গত বছর লরিয়াস পুরস্কার জিতেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার উত্তরসূরী ৩২ বছরের মেসিকে এবার নিজের হাতে পুরস্কার তুলে দিতে পারেননি জোকোভিচ। কারণ ছুটিতে থাকায় অনুষ্ঠানে হাজির হননি লিওনেল মেসি।

খেলোয়াড়ি জীবনে সম্ভব সব পুরস্কার জিতেছেন ৩২ বছরের আর্জেন্টাইন তারকা মেসি। গত বছর পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি জিতেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু। বছরের শেষে এসে রেকর্ড ষষ্ঠবারের মতো জিতে নেন ব্যালন ডি’অর পুরস্কারও। তবুও আক্ষেপ থাকবে এ ফুটবলারের। কারণ জেতা হয়নি আর্জেন্টিনার হয়ে মেজর কোনো শিরোপা। ক্যারিয়ারে প্রায় সব পাওয়া এ ফুটবলার বিশ্বকাপ জিতলে পূর্ণতার সুখ নিয়ে থামতে পারবেন ফুটবল থেকে।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়