ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা আতঙ্কে পিছিয়ে গেল কোপা আমেরিকাও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আতঙ্কে পিছিয়ে গেল কোপা আমেরিকাও

সন্ধ্যায় উয়েফা সিদ্ধান্ত নিল ২০২০ উইরো পিছিয়ে নেওয়ার। রাতে কনমেবলও সিদ্ধান্ত নিল কোপা আমেরিকা-২০২০ পেছানোর। ২০২০ এর পরিবর্তে ২০২১ সালে হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা।

এ বিষয়ে এক বার্তায় কনমেবল জানিয়েছে, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং বৈশ্বিক সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী কনমেবল ২০২০ কোপা আমেরিকা স্থগিত করার ঘোষণা দিচ্ছে। ২০২১ সালে মাঠে গড়াবে ৪৭তম আসর।’

স্থগিত হলেও গ্রুপ ও ফরম্যাট একই থাকবে। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে রয়েছে ‘এ’ গ্রুপে। কলম্বিয়া, ব্রাজিল, কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু রয়েছে ‘বি’ গ্রুপে। অস্ট্রেলিয়া ও কাতার আমন্ত্রিত দল হিসেবে খেলবে।

১৯৮৭ থেকে ২০০১ সাল পর্যন্ত কোপা আমেরিকা প্রতি দুই বছর অন্তর অন্তর হয়েছিল। তবে ২০০৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত হয়েছে মাত্র ৬টা আসর। সবশেষ গেল গ্রীষ্মে অনুষ্ঠিত কোপা আমেরিকার ৪৬তম আসরে পেরুকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়।

২০২০ আসরটি আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল। ১৯৮৩ সালের পর এই প্রথম কোপা আমেরিকা হতে যাচ্ছে একাধিক দেশে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়