ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লারা, শচীনের নামের পাশে জায়গা পাওয়া সম্মানের: আর্চার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫২, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লারা, শচীনের নামের পাশে জায়গা পাওয়া সম্মানের: আর্চার

ক্রিকেটের রুপকথায় যদি কেউ নায়ক হওয়ার যোগ্যতা রাখেন, তবে ইংল্যান্ডের জোফরা আর্চার সে তালিকায় বেশ উপরের দিকেই থাকবেন। গত বছরের এপ্রিলেও হয়ত ভাবেননি উইজডেনের সেরা খেলোয়াড়ের তকমা পাবেন। অথচ বছর না ঘুরতে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারাদের নামের পাশে জায়গা করে নিয়েছেন আর্চার। আর আর্চার বলছেন, এটা তাঁর জন্য বিশাল প্রাপ্তির।

‘উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। যখন আমার নাম নোমিনেটেড হয়েছে। আমি তখন থেকে আনন্দিত অনুভব করছি। তবে যখন আমি ভাবি, আমার নাম এখন থেকে ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, জিমি অ্যান্ডারসনের নামের পাশে বসবে এটা আমাকে বিশেষ অনুপ্রেরণা জোগায়।’- এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন আর্চার।

চলতি বছরেরে উইজডেনের সেরা খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়েছে ৭ এপ্রিল। এবার বিরাট কোহলির শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নিয়েছেন বেন স্টোকস। তাঁর সঙ্গী হয়েছেন প্যাট কামিন্স, জোফরা আর্চার, অ্যালিসা পেরি ও মার্নাস লাবুশেন। এরমধ্যে আর্চারের অভিষেক হয়েছে সবার পরে।

গত বছরের ক্রিকেট বিশ্বকাপ দিয়ে শুরু। বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন আর্চার। ফাইনালে সুপার ওভারে কিউইদের আটকে দিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন প্রথম বিশ্বকাপ। এরপরে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক। লর্ডসের প্রথম টেস্টে গতির ঝড় তুললেও পাননি উইকেটের দেখা।

হেডিংলিতে দ্বিতীয় টেস্টে তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন আর্চার। সেই টেস্ট নিয়ে আর্চার বলেন, ‘এটা আমার প্রথম পাঁচ উইকেট শিকার। আমি যখন এটা ভাবি, এটা আমাকে আনন্দিত করে।’

তবে আর্চার বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্স নিয়ে খুশি নন, ‘সত্যি বলতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পারফরম্যান্স এখানে বিবেচনায় এসেছে। তবে সেদিন আমি নিজের সেরা ফর্মে ছিলাম না।’

নিজেকে ভাগ্যবান দাবি করে আর্চার আরো যোগ করেন, ‘গত এক বছরে আমি যা যা পেয়েছি, আমি এর জন্য নিজেকে ভাগ্যবান মানছি। তবে ইংল্যান্ডের জার্সিতে আমার কাজের মাত্র শুরু, এটাই আমি বিশ্বাস করি।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়