ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘এই কান ধরলাম, আমি আর ক্যাচ নিয়ে কারো সাথে মজা নিবো না’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এই কান ধরলাম, আমি আর ক্যাচ নিয়ে কারো সাথে মজা নিবো না’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচ বড় জায়গা জুড়ে আছে। এই ম্যাচ জিতে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

উদ্বেগ, উৎকণ্ঠায় ভরা সে ম্যাচের একটি মুহূর্তে ছিল— ইংল্যান্ডের জিততে প্রয়োজন ১৫ বলে ২০ রান। তাসকিনের বলে ম্যাচ বের করে নেওয়া ক্রিস ওকস শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে বসেন। ধরতে পারলে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। এমন সময় ক্যাচ মিস করে বসেন তামিম ইকবাল। সে ক্যাচ মিস তামিমের লাইফের বিশাল স্মৃতি হয়ে আছে। তবে সে ক্যাচ মিস নিয়ে আছে মজার কিছু ঘটনাও।

তামিম-তাসকিন-রুবেলের লাইভে সে বিষয়টি তুলে আনেন হুট করে যোগ দেওয়া নাসির হোসেন। তিনি লাইভে যোগ দিয়ে তামিমের কাছে নিজেদের মধ্যকার দুষ্টুমির কথা টেনে প্রশ্ন রাখেন সে ক্যাচ নিয়ে।

তার ভাষ্যে, ‘আমরা তো ড্রেসিংরুমে অনেক ধরনের দুষ্টুমি করে থাকি। আপনি (তামিম) আমাকে মজা করে বলতেন, নাসির মনে কর যে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, ১ বলে ২ রান লাগে। তুই তো ভালো ফিল্ডার। ধর, এমন সময়ে একটা ক্যাচ উঠছে আর তুই ক্যাচটা ফেলে দিলি। ফলে আমরাও বিশ্বকাপের ফাইনাল হেরে গেলাম। তোর তখন কী অনুভূতি হবে? এটা তো মজা করে বলতেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অ্যাডিলেডের ম্যাচে তাসকিনের বলে যে আপনি ক্যাচ ছাড়ছিলেন, তখন আপনার অনুভূতি কী হয়েছিল?’

তখন এর উত্তরে তামিম বলেন, ‘আমি আসলে সবসময় নাসিরের সঙ্গে এটা নিয়ে ফাইজলামি করতাম। আল্লাহ মনে হয় কথাটা বেশি সিরিয়াসলি নিয়ে নিছে। আর আমার সাথেই ঘটে গেছে ঘটনাটা। আমি আসলে যখন খেলাটা একদম ক্লোজ হয়ে গেছে তখন অ্যাডিলেডে ওকসের ক্যাচ ছেড়েছিলাম। ক্যাচ ছাড়ার পর আমার মনে হচ্ছিলো, আল্লাহ, মাটি ফাঁক হয়ে যাক, আমি এর ভেতর ঢুকে পড়ি। আমাকে আর কারো দেখার দরকার নাই।’

তামিম তখন দর্শকদের মনের অবস্থা নিয়ে মজা করে বলেন, ‘তখন আমার মনে হয় আমি ৩২ কোটি গালি হজম করছি। আসলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কেউ তো আর তখন আমারে ১ টা করে গালি দেয়নি, ২ টা করে গালি দিয়েছে।’

পরবর্তীতে রুবেলের ম্যাজিক্যাল দুই উইকেটে ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  ম্যাচ জেতায় বেঁচে যান বলে মনে করেন তামিম। তাই সবাই যখন আনন্দে রুবেলের পিছু নিয়েছিল, তামিম নিয়েছিল মুক্তির আনন্দে।

বর্তমান ওয়ানডে অধিনায়কের ভাষ্যে, ‘এরপর রুবেল এক ওভারে দুই উইকেট নিয়ে নিলো। ওই খেলার হাইলাইটাসে সবাই দেখবে যে, জেতার আনন্দে সবাই রুবেলের পেছনে দৌঁড়ায়। আসলে সবাই জেতার আনন্দে রুবেলের পিছে দৌঁড়িয়েছে। আর আমি বেঁচে গেছি ভেবে রুবেলের পেছনে দৌঁড়িয়েছি। যদি ওই ম্যাচ হারতাম, তাহলে আমার আর বাংলাদেশে আসা লাগতো না। এরপরে আসলে আমি আর ক্যাচ নিয়ে কাউকে কিছু বলি না।’

তখন নাসির আরেকটু জুড়ে দেয়— আসলে ভাই আপনি পরে ড্রেসিংরুমে এসে বলেছিলেন, ‘এই কান ধরলাম, আমি আর ক্যাচ নিয়ে কারো সাথে মজা নিবো না।’

 

ঢাকা/কামরুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়