ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্লাসিকোতে খেলা উচিত নয় মেসির

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ১২ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লাসিকোতে খেলা উচিত নয় মেসির

লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : আগামীকাল ভোরেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মর্যাদার যে লড়াইয়ের পোশাকী নাম ‘সুপার ক্লাসিকো’। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির ঢল। মেসি-আগুয়েরোর পর সর্বশেষ সেই তালিকায় যোগ হয়েছেন কার্লোস তেভেজও। আগামীদিনের ম্যাচে ইনজুরি কাটিয়ে উঠা লিওনেল মেসিকে মিস করবেন ভক্তরা। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে  ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। কিন্তু পুরোপুরি সুস্থ না হয়ে উঠায় বার্সেলোনা এই সুপারস্টাকে মাঠে না নামানোর কথা জানিয়েছেন আর্জেন্টিনা টিম ডাক্তার হোমেরা ডি অগোস্তিনো।

 

আগামী  ২১ নভেম্বর লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচে খেলার জন্য মেসি প্রস্তুত রয়েছে বলে খবর প্রকাশ করে স্প্যানিশ গনমাধ্যমগুলো। অনুশীলনে মেসি বল নিয়ে স্বাচ্ছন্দ্যেই দৌড়াতে পারেন বলে জানানো হয়। কিন্তু হাই ভোল্টেজের ম্যাচ হলেও মেসিকে ওই ম্যাচে মাঠে নামানো ঠিক হবে না বলে জানিয়েছেন ডি অগোস্তিনো।

 

মেসিকে নিয়ে কোনো ঝুঁকিতে যাওয়া ঠিক হবে না জানিয়ে ডি অগোস্তিনো জানান, ‘এল ক্লাসিকোতে মেসির খেলা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সবেমাত্র ইনজুরি কাটিয়ে উঠা মেসিকে নিয়ে এতটা ঝুকি নেওয়া উচিত হবে না লুইস এনরিকের।’

 

এল ক্লাসিকোর আগেই ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। তাই এই ম্যাচেও আর্জেন্টিনা দলের সেরা তারকা মেসি খেলুল তা চাননা দলটির প্রধান ডাক্তার। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য মেসিকে আর কিছুদিন বিশ্রামে রাখার কথা জানিয়েছেন তিনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৫/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়