ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

আফগানিস্তানকে ২২৩ টার্গেট দিল বাংলাদেশ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানকে ২২৩ টার্গেট দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রান করেছে বাংলাদেশি যুবারা।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আজ টস জিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ব্যাটিংয়ের জন্য স্বাগতিক বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংসটি খেলেন তওহীদ হৃদয়। ৮৫ বল খেলে ৪টি চারে এ ইনিংসটি সাজান তিনি। এছাড়া মাহিদুল ইসলাম ভূইয়া ৩৫, কাজী অনিক ইসলাম ২৭ রান করেন। ওপেনিংয়ে নেমে বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান ২০ রান করেন। অারেক ওপেনার পিনাক ঘোষ ২৩ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

বল হাতে আফগানিস্তানের হয়ে মজিবুর রহমান সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ২টি উইকেট পান তারিক স্টানিকজাই। এছাড়া ১টি করে উইকেট নেন নাভিন উল হক, ইউসুফ জাজাই ও  শামসুর রহমান।



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ