ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মেলবোর্নে

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ৩০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মেলবোর্নে

ক্রীড়া ডেস্ক: ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। পুরুষ ও নারী বিশ্বকাপের ওই টুর্নামেন্টের জন্য নিজেদের ভেুন্যগুলোর নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই প্রথমবারের মতো একই দেশে এবং একই বছর নারী ও পুরুষের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজেদের আঙ্গিনায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হচ্ছে অ্যাডিলেইড, ব্রিসবেন, ক্যানবেরা, জিলং, হোবার্ট, পার্থ,  সিডনি ও মেলবোর্ন।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে শুরু করে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এর আগে নারীদের বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি ।আর সেই টুর্নামেন্টের পর্দা নামবে ৮ই মার্চ।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর নিয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘২০২০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নেওয়ায় আমি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তাদের সরকারকে ধন্যবাদ দিতে চাই। বিশ্বমানের ইভেন্ট অসাধারণ ও স্টেডিয়ামে সফল আয়োজনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া এর আগেও নিজেদের সেরাটা জানান দিয়েছে। আশা করছি এবারও আমরা তাদের কাছ থেকে সেই সমর্থন পাবো।’



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়