ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেকর্ড গড়া মাঠে শুরু সানজামুলের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৯, ৩১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেকর্ড গড়া মাঠে শুরু সানজামুলের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : কিছুদিন আগেই ২৮-এ পা দিয়েছেন সানজামুল ইসলাম। একটু দেরিতে হলেও জন্মদিনের সবচেয়ে বড় উপহার সম্ভবত আজই পেলেন রাজশাহীর এই ক্রিকেটার।

টেস্ট ক্যাপ যেকোনো ক্রিকেটারের অরাধ্য এক স্বপ্ন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছেন সানজামুল ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পাঁচশ উইকেট ছোঁয়া আব্দুর রাজ্জাকের থেকে সানজামুল পেয়েছেন টেস্ট ক্যাপ।

প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ এক কীর্তি গড়ে রাজ্জাক যেমন নিজেকে সবার শীর্ষে রেখেছেন, ঠিক তেমনি সানজামুল ইসলামের নামের পাশেও রয়েছে বিরাট এক কীর্তি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিং ফিগার যে তারই। সেটাও চট্টগ্রামের এ মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের এক ম্যাচে।

 


গত বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামের এ মাঠেই বিসিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। ওয়ালটনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে সানজামুল নিয়েছিলেন ৯ উইকেট। ওয়ালটনের ওপেনার আব্দুল মজিদ রান আউট না হলে দশ উইকেট নেওয়ার কীর্তিও গড়ার সুযোগ পেতেন সানজামুল। কিন্তু ৯ উইকেট নিয়েও সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ইসলামী ব্যাংকের এই ক্রিকেটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং

নাম

বোলিং ফিগার

সানজামুল ইসলাম

৯/৮০

সাকলায়েন সজীব

৯/৮২

আব্দুর রাজ্জাক 

৯/৮৪

মোশাররফ হোসেন রুবেল

৯/১০৫


সানজামুল, সাকলায়েন সজীব ও মোশাররফ হোসেন রুবেল ইনিংসে ৯ উইকেট একবার করে পেলেও আব্দুর রাজ্জাক দুবার এ কীর্তি গড়েছেন।

নিজের রেকর্ড গড়া মাঠে আজ সাদা পোশাকে যাত্রা শুরু হলো সানজামুলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে ২২৪ উইকেট পাওয়া এ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চেও নিজের বোলিং দ্যুতি ছড়াতে পারেন কি না, সেটাই দেখার।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩১ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়