ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

পিএসএলে স্মিথের বিকল্প আন্দ্রে রাসেল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসএলে স্মিথের বিকল্প আন্দ্রে রাসেল

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে চোট নিয়ে দেশে ফিরেছেন স্টিভেন স্মিথ। কনুইয়ে পাওয়া এ চোটের কারণে অস্ত্রোপচারের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ অধিনায়ককে।

বিপিএল থেকে ছিটকে পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগেও স্মিথের না থাকার কথা জানা গেছে। ফলে স্মিথের জায়গায় পিএসএলে মুলতান সুলতানস দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেলকে।

কনুইয়ের ইনজুরিতে পুনর্বাসনসহ বেশ কিছু সময় বাইরে থাকতে হবে স্মিথকে। ফলে ১৪ ফ্রেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে থাকা হচ্ছে না অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের।

স্মিথের পরিবর্তে মুলতান সুলাতানে আসা আন্দ্রে রাসেল আগে খেলেছেন দুইবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। উদ্বোধনী আসরে সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন উইন্ডিজ এ তারকা। ১০ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৬ উইকেট। গত নভেম্বরে প্লেয়ার ড্রাফটের আগে তাকে ছেড়ে দেয় এই ফ্র্যাঞ্চাইজি। ফলে স্মিথের অভাব পূরণ করতে দলে ভেড়াল মুলতান সুলতান। এই দলে আন্দ্রে রাসেল ছাড়াও রয়েছেন দলটির অধিনায়ক শোয়েব মালিক, শহীদ আফ্রিদি,জেমস ভিন্স ও জো ডেনলির মতো তারকা খেলোয়াড়রা।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়