ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

মরিনহোর দৃষ্টি এবার ফ্রান্সে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মরিনহোর দৃষ্টি এবার ফ্রান্সে

ক্রীড়া ডেস্ক : হোসে মরিনহো পর্তুগাল, স্পেন, ইতালি ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবের কোচ হয়েছেন। চারটি দেশের বিভিন্ন ক্লাবের হয়ে তিনি ২৫টি শিরোপা জিতেছে। এবার তিনি দৃষ্টি ফেলেছেন ফ্রান্সের দিকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহো জানিয়েছেন তিনি একদিন ফ্রান্সে কোচিং করাবেন। রোববার তিনি ফ্রেঞ্চ লিগ ওয়ানের লিলে ও মন্টেপেঁলিয়ের মধ্যকার ম্যাচ দেখতে ফ্রান্সে গিয়েছিলেন। সেখানে তিনি পর্তুগালের একটি সংবাদপত্রকে বলেছেন, ‘আমি হয়তো একদিন আমাকে দেখব যে ফ্রান্সে কোচিং করাচ্ছি। আমি এমনই একজন মানুষ যে চারটি ভিন্ন ভিন্ন দেশে কাজ করেছে। যে অন্য দেশের সংস্কৃতিকে পছন্দ করে। আমি আসলে অনেক কিছু শিখতে চাই। ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে কাজ করতে চাই। এগুলো খুবই দারুণ অভিজ্ঞতা।’

ডিসেম্বরে পর্তুগীত এই কোচকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানইউ। এরপর থেকে তিনি অবসর সময় যাপন করছেন, ‘এখন আমি বেশ শান্ত। এখন আমার পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোটাকে অগ্রাধিকার দিচ্ছি। আশা করছি শিগগিরই ফুটবলে নতুন একটি সুযোগ আমার সামনে আসবে।’

অবশ্য বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে যে হোসে মরিনহো ফ্রান্সের কোনো একটি ক্লাবের কোচ হতে যাচ্ছেন। সেই ক্লাবে তিনি কাকে কাকে নিবেন সেটা দেখতেই রোববার লিলে ও মন্টিপেঁলিয়ের মধ্যকার ম্যাচ দেখেন। নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন পর্তুগীজ এই কোচ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়