ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেদারল্যান্ডসে ইতিহাস গড়ে ২০২০ অলিম্পিকে রোমান সানা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেদারল্যান্ডসে ইতিহাস গড়ে ২০২০ অলিম্পিকে রোমান সানা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ থেকে এর আগে গলফার সিদ্দিকুর রহমান কোটা প্লেসে ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন। এবার একই কীর্তি গড়েছেন বাংলাদেশের তারকা তীরন্দাজ রোমান সানা। 

আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসে চলমান ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে তিনি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। অবশ্য তিনি ফাইনালে উঠতে পারেননি। রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে ৭-২ সেটে হেরে গেছেন মালয়েশিয়ার তীরন্দাজ খায়রুল আনোয়ারের কাছে। 

তবে তার সামনে এখনো ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ রয়েছে। সে লক্ষ্যে রোববার ময়দানি লড়াইয়ে নামবেন তিনি। 

এর আগে রিকার্ভ পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে রোমান সানা আয়োজক নেদাল্যান্ডসের ফন ডেন বার্গকে ৬-২ সেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। তাতে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে অবিস্মরণীয় সাফল্য ধরা দেয়। ইতিহাস গড়ে সানা জায়গা করে নেন ২০২০ অলিম্পিকে।




রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়