ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই দিনের বেতন দিলেন ভেট্টরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দুই দিনের বেতন দিলেন ভেট্টরি

আগেই জানা ছিল, করোনা মহামারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অসচ্ছল কর্মীদের জন‌্য সাহায‌্যের হাত বাড়িয়ে দিয়েছেন ড‌্যানিয়েল ভেট্টরি।

ভেট্টরি নিজ ইচ্ছাতেই বিসিবির কর্মীদের পাশে থাকতে চেয়েছেন। এজন‌্য বিসিবির পরিচালনা বিভাগের ম‌্যানেজার সাব্বির খানের সঙ্গে যোগাযোগও করেন তিনি। এবার বিসিবির পরিচালনা বিভাগ থেকে জানা গেল, বিসিবির অসচ্ছল কর্মীদের জন‌্য দুই দিনের বেতন অনুদান করেছেন ভেট্টরি।

বাংলাদেশ ক্রিকেটে দৈনিক চুক্তিতে কাজ করছেন নিউজিল‌্যান্ডের এ কিংবদন্তি। ২০২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি একশ দিনের। দৈনিক ২৫০০ ডলারে তিনি এই একশ দিন কাজ করবেন। জানা গেছে, ভেট্টরি পাঁচ হাজার ডলার অনুদান করেছেন, বাংলাদেশি টাকা যা ৪ লাখ টাকার মতো। সাবেক নিউজিল‌্যান্ড অধিনায়কের অনুদান এরই মধ‌্যে বিসিবির ১৩৫ জন অসচ্ছল কর্মীদের পেছনে ব‌্যয় করা হয়েছে।

এছাড়া খেলোয়াড়দের তহবিল থেকে পাওয়া অর্থ থেকে ৯ লাখ টাকা বিসিবির কর্মীদের দেওয়া হয়েছে। সব মিলিয়ে সারা দেশের ৪০০ বিসিবির স্থায়ী ও অস্থায়ী কর্মী আর্থিক সহায়তা পেয়েছেন। এছাড়া বিসিবি করোনা মোকাবিলায় সারাদেশে দুস্থ ও অসহায় মানুষের জন‌্য কোটি টাকা খরচ করেছে।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বছরে যে কোনও একশদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করবেন ভেট্টরি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এভাবেই তার সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। মোটা অঙ্ক দিয়ে বিসিবি তাকে যুক্ত করলেও কাজে লাগাতে পেরেছে খুব অল্প সময়। ভারত সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের সঙ্গে ছিলেন ভারত সফরে। নিরাপত্তার কারণে পাকিস্তানে যাননি। এরপর জিম্বাবুয়ে সিরিজের আগে আবার এসেছিলেন। টেস্ট ও ওয়ানডে সিরিজের পুরোটা সময় ছিলেন বাংলাদেশে। এছাড়া সিরিজের আগে-পরে টুকটাক স্পিনারদের নিয়ে করা হয়েছে অভিজ্ঞ এ কোচের।



ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়