ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্লপকে ক্ষমা করে দিলেন ফার্গুসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্লপকে ক্ষমা করে দিলেন ফার্গুসন

‘আমরা শিরোপা জিতেছি’- স্যার অ্যালেক্স ফার্গুসনের কানে যখন কথাটা বাজছে তখন সময় মধ্যরাত তিনটা। ফোনের অপর প্রান্তে বেশ উল্লসিত লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতা বিচারে এই ফোনকলটা অপ্রত্যাশিত ছিল না। তবে বিরক্তির কারণ ছিল হয়ত।

আর তাইতো ক্লপের সাফল্যে আরেকটি পালক যোগ হওয়ার দিনে সেই ঘটনার জন্য অলরেডদের কোচকে ক্ষমা করে দিলেন ম্যানইউয়ের কিংবদন্তি ফার্গুসন। তবে বিষয়টি এতটাও গুরুগম্ভীর নয়। দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক আছে। আর তাই ক্লপকে ক্ষমা করাটাও ছিল মজার অংশ।

লিভারপুলের ত্রিশ বছরের আক্ষেপ ঘুচিয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে অলরেডদের প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন ক্লপ। জার্মান এই কোচের অধীনে সাত ম্যাচ হাতে রেখে শিরোপার দেখা পেয়েছিল লিভারপুল। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৯৯ পয়েন্ট অর্জন করেছে। আর তাই বছরের সেরা লিগ ম্যানেজারের খেতাব জিতেছেন অলরেড কোচ ক্লপ। যা স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি নামে পরিচিত। এই ট্রফি নির্ধারিত হয় কোচদের ভোটে।

জার্মান কোচের এমন সাফল্যের পর তাকে প্রশংসায় ভাসান প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল কোচ ফার্গুসন। তিনি বলেন, ‘ইয়ুর্গেন, তুমি দুর্দান্ত। ৩০ বছর পর লিভারপুলকে লিগ শিরোপা জেতানো; অবিশ্বাস্য।’

ক্লপকে প্রশংসাবানে ভাসিয়ে ফার্গুসন আরও যোগ করেন, ‘সত্যিই তুমি (ক্লপ) এই পুরস্কারের প্রাপ্য। লিভারপুল যেমন পারফরম্যান্স এবার দেখিয়েছে, এটা অসাধারণ। তোমার ব্যক্তিত্ব ক্লাবের মধ্যে ছড়িয়ে পড়েছে; দুর্দান্ত।’

এরপরই রাত তিনটা ফোন করার জন্য ক্লপকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে ফার্গুসন সহাস্যে বলেন, ‘রাত তিনটায় আমাকে জাগিয়ে লিগ শিরোপা জয়ের খবর দেওয়ার জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। ধন্যবাদ। আমি আবারও বলছি, তুমিই এই পুরস্কারের সবচেয়ে যোগ্য,দারুণ।’

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়