ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্যাম্প শুরুর ঘোষণার পর জাতীয় দল চূড়ান্ত হবে: হাবিবুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্যাম্প শুরুর ঘোষণার পর জাতীয় দল চূড়ান্ত হবে: হাবিবুল

সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলে নতুন ক্রিকেটার অন্তর্ভুক্তির সুযোগ দেখছেন না নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, করোনার প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে। সেজন্য সবশেষ সিরিজ ও অভিজ্ঞ ক্রিকেটাররা অগ্রাধিকার পাবেন। 

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিশ্চিত। অক্টোবরের মাঝামাঝিতে দুই দল নামবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচে। যেটি হওয়ার কথা জুলাই-আগস্টে। করোনার কারণে দুই দল আলোচনার মাধ্যমে সিরিজ স্থগিত করেছিল। দ্বীপরাষ্ট্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শ্রীলঙ্কা সফর দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে যাচ্ছে।

কেমন হতে পারে বাংলাদেশ দল? নির্বাচক হাবিবুল বাশার জানালেন, দল নিয়ে চূড়ান্ত আলোচনা হয়নি। তবে ধারণা দিয়ে রাখলেন, আপাতত নতুন কোনো খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই। পুরোনোদের দিয়ে নতুন লড়াইয়ে নামবে দল।

মঙ্গলবার বিকেলে রাইজিংবিডিকে হাবিবুল বাশার বলেন, ‘আমি তো কোনোভাবেই নতুন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দেখি না। গত পাঁচ মাস খেলা নেই। কি দেখে আমরা নতুন খেলোয়াড় নিবো? আমাদের পুলের খেলোয়াড় আছে, গত সিরিজের পারফরম্যান্সও আমরা বিবেচনা করবো। এরপর দল নির্বাচন করবো। ক্যাম্প শুরুর ঘোষণা আসলে আমরা দ্রুত সময়ে দল ঘোষণা করবো।’

জাতীয় দলের সঙ্গে দ্বীপরাষ্ট্রে সফর করবে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল। দুই দলের জন্য বিশাল দল চূড়ান্ত করবে হবে নির্বাচকদের। তবে কাজটাকে খুব সহজ করেই দেখছেন হাবিবুল, ‘দুটি দল দুইরকম। আমাদের অগ্রাধিকার জাতীয় দল, তারপর এইচপি। দুটি দল গঠনে কোন সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু এতোদিন খেলা ছিলো না, ফলে অপশনটা খুব বেশি হওয়ার কথা নয়। জাতীয় দল গঠনের পর আমরা এইচপি দলটি করবো। সব সময়ই স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকলে সেটি ভালো।’

জাতীয় দল ও পুলের একাধিক ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছেন। দুই দলের সিরিজ চূড়ান্ত হওয়ার পর জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিক ক্যাম্প করবে বিসিবি। তখন জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি যোগ দেবেন এইচপির ক্রিকেটাররাও। জানা গেছে, এজন্য ৩৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন নির্বাচকরা। বিশাল এ বহর নিয়েই লঙ্কা সফরে যাওয়ার পরিকল্পনা বিসিবির।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়