ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জার্মানির জয় দিয়ে মাঠে ফিরলো নারী ক্রিকেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জার্মানির জয় দিয়ে মাঠে ফিরলো নারী ক্রিকেট

মেলবোর্নে গত ৮ মার্চ অনুষ্ঠিত অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ছিল নারী ক্রিকেটের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। ৮৬ হাজার দর্শক উপস্থিতি স্বাগতিক অস্ট্রেলিয়া সে ম্যাচে জিতে নিয়েছিল শিরোপা।

এরপর কেটে গেছে পাঁচ মাসেরও বেশি সময়। পুরুষদের ক্রিকেট ফিরেছে, শেষ হয়ে গেছে তিন ম্যাচের টেস্ট সিরিজও। এবার মাঠে ফিরলো নারীদের আন্তর্জাতিক ক্রিকেটও।

অস্ট্রিয়া এবং জার্মানির মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নারীদের ক্রিকেট শুরু হলো। অস্ট্রিয়ার সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ (বুধবার) অনুষ্ঠিত হলো প্রথম ম্যাচ। ম্যাচটিতে সহজ জয় তুলে নিয়েছে সফরকারি জার্মানি।

র‍্যাংকিংয়ের ২৭-এ থাকা জার্মানি আগে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে তুলেছিল ২ উইকেটে ১৬৫ রান। জবাবে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় অস্ট্রিয়া নারী দল। ৮২ রানের পরাজয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল র‍্যাংকিংয়ের ৫০-এ থাকা অস্ট্রিয়া।

বৃহস্পতিবার একই মাঠে টানা দুই ম্যাচ খেলবে দুই দল। চতুর্থ এবং পঞ্চম ম্যাচ হবে যথাক্রমে শুক্রবার এবং শনিবার।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়