ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে আন্তর্জাতিক আবহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১০ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৪৫, ১১ অক্টোবর ২০২০
প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে আন্তর্জাতিক আবহ

সেন্ট্রাল উইকেটে ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি বা তাইজুল ইসলাম যাকে-ই পাচ্ছেন তাকেই বেধড়ক পেটাচ্ছেন। পেসাররাও বাদ যাননি। মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, শরীফুলদের স্লগ খেলছিলেন অনায়াসেই।

তামিমের ব্যাটিংয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিন দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে বেশ মনোযোগী তিনি। শুধু মনোযোগী বললেও ভুল হবে! রোববার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে টুর্নামেন্টটি জিততে মরিয়া তামিম একাদশের অধিনায়ক। তামিমের চোখে এ টুর্নামেন্টকে ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক আবহ। শুধু নিজের দলের কথাই বলেননি, বাকিদের প্রস্তুতি ও পরিকল্পনা দেখে তার ভাবনা, তিন দলের এ টুর্নামেন্ট বাড়তি উত্তেজনা ও উন্মাদনা ছড়াবে।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে মাহমুদউল্লাহ ও শান্তর সঙ্গে বিসিবি প্রেসিডেন্টস কাপের ট্রফি উন্মোচনের পর তামিম বলেন, ‘আমরা অনেক দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে আসছি। একটা প্রতিদ্বন্দ্বিতামূলক আসর হবে। প্রায় ৫০-৬০ জন ক্রিকেটার টুর্নামেন্টে খেলবো। আমার কাছে মনে হয় না, কেউ এটাকে অনুশীলন ম্যাচ বা সাধারণ টুর্নামেন্ট হিসেবে দেখছে। আমরা যতটুকু জাতীয় দলে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলার জন্য মনোযোগী থাকি ঠিক সেরকম প্রতিদ্বন্দ্বিতা থাকবে এ টুর্নামেন্টে।’

জাতীয় দলের ২৭ ও এইচপির ১৮ ক্রিকেটার নিয়ে রোববার থেকে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর্দা উঠছে। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের সব সময় ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ হয় না। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলছেন দেশের অন্যতম সেরা ৪৫ ক্রিকেটার। ভালোমানের ক্রিকেটার নিয়ে তিন দল তৈরি হওয়ায় হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে। বিসিবির এ আয়োজনে খুশি তামিমও, ‘জাতীয় দলে আমাদের ব্যস্ত সূচি থাকায় এমন টুর্নামেন্ট আমরা খেলতে পারি না। সাধারণত আমরা প্রিমিয়ার লিগ খেলি। এরকম ওয়ানডে, তিন দলে ভাগ হয়ে কমই খেলা হয়।’

ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানো যায় না। দুটির পার্থক্য থাকবেই। তারউপর এই ম্যাচ গুলো লিস্ট ‘এ’-র মর্যাদাও পাবে না। তবুও তামিমের কণ্ঠে প্রতিদ্বন্দ্বিতার আভাস। সেজন্য মাঠে খেলার উপর জোর বাঁহাতি ওপেনারের। তামিম বলেন, ‘একটা উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট শুরু হচ্ছে। আমরা দুইদিনের ম্যাচ খেলে এসেছি। সেখানেও প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে এটা একটু ভিন্ন। এখানে জেতা-হার নিয়ে অনেক কিছু নির্ভর করবে।’

‘আমাদের দলটা ভালো। দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মাঠে কে কেমন পারফর্ম করে। ওটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে দল মাঠে ভালো খেলবে তাদেরই জেতার সুযোগ বেশি। আমাদের চ্যাম্পিয়ন হওয়ারই চিন্তা।’– যোগ করেন তামিম।

ঢাকা/ইয়াসিন/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়