ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রেঞ্চ ওপেনে নাদালের ১৩তম শিরোপা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩০, ৯ নভেম্বর ২০২০
ফ্রেঞ্চ ওপেনে নাদালের ১৩তম শিরোপা

নাদালের হাতে ১৩তম ফ্রেঞ্চ ওপেন ট্রফি

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্লে কোর্টের রাজত্ব অটুট রাখলেন রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হটিয়ে ফ্রেঞ্চ ওপেনে ১৩তম শিরোপা জিতলেন। তাতে সর্বকালের শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ীর তালিকায় রজার ফেদেরারের পাশে বসলেন স্প্যানিশ তারকা। দুজনেরই অর্জন ২০টি গ্র্যান্ড স্লাম।

স্প্যানিশ দ্বিতীয় বাছাই নাদাল ফ্রেঞ্চ ওপেন ক্যারিয়ারের শততম ম্যাচটি জিতেছেন ৬-০, ৬-২, ৭-৫ গেমে। ৩৪ বছর বয়সী তারকা রোলাঁ গারোঁতে জয়-পরাজয়ের রেকর্ড বাড়িয়ে নিলেন ১০০-২ এ। নাদালের দুরন্ত সূচনায় শুরুতে পিছু হটেন জোকোভিচ। তাতে ১৮তম গ্র্যান্ড স্লাম জিততে পারলেন না ৩৩ বছর বয়সী।

আরো পড়ুন:

দুই ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে জয় নিশ্চিত করেছেন নাদাল। রোলাঁ গারোঁতে প্রথম খেলোয়াড় হিসেবে শততম জয়ের পর তিনি বলেছেন, ‘এখানে জেতা মানে আমার কাছে সবকিছু। সত্যি বলছি, আমি ২০তম গ্র্যান্ড স্লাম জিতে রজারের পাশে বসার কথা কখনও ভাবিনি। আমার কাছে এটা কেবলই রোলাঁ গারোঁতে দারুণ একটি জয়।’

১৫ বছর আগে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নাদাল, এই প্যারিসের কোর্টে। ত্রিশের কোটা পেরিয়েও একই দাপট তার। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এখানে পার করেছি। এখানে খেলতে পারা আমার জন্য অনুপ্রেরণার এবং এই শহর ও কোর্টে ভালোবাসার গল্প অবিস্মরণীয়।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়