ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘রোনালদোকে থামানোর উপায় জানা নেই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৩ অক্টোবর ২০২০  
‘রোনালদোকে থামানোর উপায় জানা নেই’

ক্লাব সতীর্থ রোনালদো ও কুলুসেভস্কি এবার মুখোমুখি

জুভেন্টাস সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো এবার প্রতিপক্ষ দলে। পর্তুগালের মুখোমুখি হওয়ার বেলায় তাকে খোলসবন্দি রাখার কৌশল আয়ত্ত করতে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মিডফিল্ডার দেজান কুলুসেভস্কির সহায়তা চাওয়া সুইডেনের জন্য স্বাভাবিক। কিন্তু তিনি সাফ সাফ জানিয়ে দিলেন, রোনালদোকে থামানোর উপায় তার জানা নেই।

বুধবার লিসবনে নেশন্স লিগের গ্রুপ পর্বে সুইডেনকে স্বাগত জানাবে চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনালদোকে যে থামানো কত কঠিন, আগের দেখায় তা ভালোভাবে টের পেয়েছে সুইডিশরা। গত ৮ সেপ্টেম্বর ২-০ গোলের হারে তাদের জালে দুইবার বল পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ওই ম্যাচে অভিষেক হয়েছিল কুলুসেভস্কির।

এবারও পর্তুগালের অধিনায়ক ও সর্বকালের শীর্ষ গোলদাতার মুখোমুখি হওয়া কঠিন হবে মানছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সতীর্থকে নিয়ে কুলুসেভস্কির মূল্যায়ন, ‘এমন কেউ নেই যে তাকে থামাতে পারে। তার যদি ভালো দিন পড়ে, তাহলে সে নিজের মতো সব কিছু করতে পারে।’

আগের ম্যাচের কথা মনে করিয়ে দিলেন সুইডেনের তারকা, ‘গত ম্যাচে আমরা তাকে থামাতে পারিনি। কিন্তু বুধবার আরেকটি সুযোগ পাবো। আমি জানি না তাকে কিভাবে থামাতে হয়। তাকে হতাশ করতে হলে আগ্রাসী হতে হবে। রক্ষণে আগ্রাসী দলের বিপক্ষে খেললে কেমন লাগে আমি জানি, শেষ পর্যন্ত আপনাকে হতাশ হতে হবে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়