ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্যারাগুয়ে-পেরুর বিপক্ষে ফিট মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১২ নভেম্বর ২০২০  
প্যারাগুয়ে-পেরুর বিপক্ষে ফিট মেসি

প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিওনেল মেসিকে ফিট ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

বৃহস্পতিবার লা বোম্বোনেরায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গোড়ালির সমস্যার কারণে এই ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যে শঙ্কার খবর শোনা যাচ্ছিল, তা দূর করে দিলেন স্কালোনি।

গত শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগায় বার্সার ৫-২ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী করেন জোড়া গোল। বার্সার সহকারী কোচ আলফ্রেড শ্রিউডার বলেছিলেন, গোড়ালিতে অস্বস্তির কারণে মেসিকে একাদশে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই ম্যাচের পাঁচ দিন পর ট্রেনিংয়ে স্বতস্ফূর্ত মেসিকে দেখেছেন স্কালোনি। বুধবারের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘লিও আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলন করেছে। তার গোড়ালিতে একটু অস্বস্তি আছে। কিন্তু এটা তার খেলা বন্ধ করতে পারবে না। আমাদের জন্য সে ফিট এবং খেলবে।’

মেসিকে নিয়ে স্কালোনি সবশেষে বলেছেন, ‘আমরা দেখবো কাল কোনও পরিবর্তন আসে কি না। কিন্তু এখন বলছি, সে খেলার জন্য প্রস্তুত।’

এবারের বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু হয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। দুই ম্যাচ খেলে সমান পয়েন্টে গোলব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়