ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৩০ গোল করে স্প্যানিশ যুব দলের দুঃখ প্রকাশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২৪ নভেম্বর ২০২০  
৩০ গোল করে স্প্যানিশ যুব দলের দুঃখ প্রকাশ

একটি আঞ্চলিক ম্যাচে রোববার প্রতিপক্ষকে ৩০-০ গোলে উড়িয়ে দিলো স্প্যানিশ যুব ফুটবল দল। প্রতিপক্ষ এসএফ জুকারকে গোলবন্যায় ভাসানোর পর তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলোস সিএফ।

১৪ থেকে ১৫ বছর বয়সী ছেলেদের জুকারের ‘সি’ দলের মুখোমুখি হয়েছিল সিলোসের ‘এ’ দল। শক্তিতে দুই দলের তফাৎ প্রকাশ পেলো ম্যাচের ফলে। সিলোস প্রেসিডেন্ট হোসে আন্তোনিও রোদ্রিগেজ বলেছেন, ১৪-০ গোলে এগিয়ে থাকার পর বিরতিতে ম্যাচ শেষ করতে চেয়েছিল তার দল। কিন্তু জুকারের কোচ খেলা চালিয়ে যেতে বলেন।

রোদ্রিগেজ বলেছেন, ‘সবার আগে আমি আমাদের ফুটবল ক্লাবের পক্ষ থেকে জুকারের খেলোয়াড়, তাদের বাবা ও মায়ের কাছে দুঃখ প্রকাশ করছি আমরা। এটা সত্যি যে এই ফল হয়তো এড়ানো যেতো কারণ প্রথমার্ধেই অনেক গোল হয়েছিল। আমাদের কোচ রেফারি ও প্রতিপক্ষ কোচের সঙ্গে কথা বলে খেলা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু জুকারের কোচ বলেন, তার খেলোয়াড়রা সাহসী এবং খেলতে চায়।’

একের পর এক গোল করেও প্রতিপক্ষকে কোনোভাবে তার খেলোয়াড়রা অসম্মান করেনি বলে জানিয়েছেন রোদ্রিগেজ, ‘গোল করার পর তারা কোনও গোল উদযাপন করেনি কিংবা আলিঙ্গন করেনি। কিন্তু এটা কঠিন পরিস্থিতি। কিন্তু আপনি যদি শুধু বল পাস দেন এবং আক্রমণে না যান, তাহলে লোকজন ভাববে আপনি অসম্মান করছেন। আমরাও লেভান্তে, ভ্যালেন্সিয়া কিংবা ভিয়ারিয়ালের কাছে বড় ব্যবধানে হেরেছি। কিন্তু ওসব ফল ওতো বেশি (সংবাদমাধ্যমে) আলোচনা হয়নি, কারণ তারা ছিল বড় বড় ক্লাব।’

খেলা চালিয়ে যাওয়ায় সমালোচিত সিলোসের কোচ সোশ্যাল মিডিয়ায় জীবননাশের হুমকি পাচ্ছেন। এ নিয়ে রোদ্রিগেজ বললেন, ‘আমাদের কোচকে হুমকি দেওয়া হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় নিষ্ঠুরতার শিকার হচ্ছেন। আমি মনে করি এটা খুব বিব্রতকর।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়