ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘আজ ফুটবলের মৃত্যু হলো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৩, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:৪৪, ২৬ নভেম্বর ২০২০
‘আজ ফুটবলের মৃত্যু হলো’

মস্তিষ্কের সফল অস্ত্রোপচার শেষে দুই সপ্তাহ আগেই ডিয়েগো ম্যারাডোনা হাসপাতাল ছেড়েছিলেন। মাদকাসক্তির চিকিৎসা করাতে নেওয়া হয়েছিল পুনর্বাসন কেন্দ্রে। সেখান থেকে ফিরেছিলেন বাসায়। বুধবার হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার খবর জানায় আর্জেন্টাইন সংবাদমাধ্যম। কয়েক সেকেন্ড যেতেই খবর বেরোয়- আর কোনোদিন ফিরবেন না তিনি। মারা গেছেন ফুটবলের কিংবদন্তি। তার এই আকস্মিক মৃত্যু কাঁপিয়ে দেয় নেপলসকে, যেখানে ম্যারাডোনাকে মানা হয় সন্ত হিসেবে।

ইতালির এই শহরের বাসিন্দারা যেন ম্যারাডোনার মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছিলেন না। স্প্যানিশ কোয়ার্টারে ম্যারাডোনার ম্যুরালের সামনে সমবেত হতে থাকেন শতাধিক ভক্ত। তাদের বুকে চাপা কান্না। করোনাভাইরাসের জন্য রেড জোন হিসেবে পরিচিত নেপলস ও কাম্পানিয়া। ফুটবল গ্রেটের মৃত্যুতে তা যেন ভুলে গিয়েছিল নেপলসবাসী। জরুরি অবস্থা ভুলে তারা জড়ো হতে থাকে রাস্তায়।

একদিকে করোনা, আর এবার জীবন্ত কিংবদন্তির চিরপ্রস্থান। নেপলসের সংবাদপত্র ইল মাত্তিনোকে এক নারী বললেন, ‘এই ২০২০ সালটা সবচেয়ে বাজে একটা বছর।’ আরেক নাপোলি ভক্ত স্কাই নিউজকে বললেন, ‘আজ, ফুটবলের মৃত্যু হলো।’

‘এমন একটা দিনে আমার বাবা মাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তার নামে আমার নাম রেখেছেন তারা, ‘ বললেন ডিয়েগো ম্যারাডোনা নামে এক ভক্ত। নেপলসে ম্যারাডোনা যে কত বড় একটা নাম, তার একটা উদাহরণ- ৯০ এর দশকে হাজার হাজার নবজাতকের নাম রাখা হয়েছে আর্জেন্টাইন গ্রেটের নামে।

যেই নাপোলিতে ইতিহাস গড়ে দিয়ে গেছেন ম্যারাডোনা, সেই ক্লাবটি ম্যারাডোনার আকাশী-নীল জার্সি পরা ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিরদিন আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ ডিয়েগো।’

নেপলসের মেয়র ‍লুইগি দে মাজিস্ত্রিস বলেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার। ডিয়েগো আমাদের জনগণকে স্বপ্ন দেখিয়েছেন। তার প্রতিভা দিয়ে তিনি নেপলসকে অন্যভাবে তুলে ধরেছিলেন। ২০১৭ সালে তিনি সম্মানসূচক নাগরিকত্ব পান। ডিয়েগো, নেপোলিটান ও আর্জেন্টাইন, আপনি আমাদের অনেক আনন্দ আর সুখ দিয়েছেন। নেপলস আপনাকে ভালোবাসে।’

১৯৮৪ থেকে ১৯৯১- এই সাত বছরে নেপলসে সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন ম্যারাডোনা। দুটি সিরি ‘আ’ ও একটি উয়েফা কাপসহ ইতালিয়ান ক্লাবে জেতেন চারটি শিরোপা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়