ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাকিবের সমস্যা কোথায় জানালেন সুজন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৫৩, ৩ ডিসেম্বর ২০২০
সাকিবের সমস্যা কোথায় জানালেন সুজন

‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ – এ সাকিব আল হাসান খেলছেন জেমকন খুলনার জার্সিতে। টুর্নামেন্টে চারটি ম্যাচ খেললেও সাকিব জ্বলে উঠেননি এখনও। বল হাতে খানিকটা দ্যুতি ছড়ালেও ব্যাট হাতে সাকিব এখনও নিষ্প্রভ।

তবে দ্রুতই সাকিব ফিরবেন স্বরূপে। এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন।

প্রথম ম্যাচে সাকিব করেন ১৩ বলে ১৫ রান। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৯ বলে ১২ রান।পরের দুই ম্যাচে সাকিব নামেন ওপেনিংয়ে। প্রথম ম্যাচে করেন ৭ বলে ৩ ও শেষ ম্যাচে করেন ৯ বলে ১১।

ব্যাট হাতে সাকিবের থেকে বড় প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারছেন না। কোথায় সমস্যা হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানের। খালেদ মাহমুদ মনে করেন, ‘ব্যাট হাতে সাকিব কাছে প্রত্যাশা অনেক বেশি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়।সারা বছরই সে পারফর্ম করে। হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর খেলছে বলেই হ্যান্ড আই কোঅর্ডিনেশনে ব্যাপারটা থাকছে।’

তবে সাকিবের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রেখে খালেদ মাহমুদ আরো বলেন, ‘সাকিব তো সাকিবই। নাম্বার ওয়ান অলরাউন্ডার। আমি বিশ্বাস করি সে দ্রুতই ভালো করবে এবং দারুণভাবে কামব্যাক করবে।’

সাকিবের দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন আফতাব আহমেদ। তারও একই বিশ্বাস, সাকিব ফিরবেন দ্রুতই। আফতাব বলেন, ‘এই পর্যায়ে আসলে পরামর্শের কিছু নেই। সাকিব ভালো অবস্থায় আছে। শুধু একটু সময় লাগবে। যে গ্যাপটা ছিল সেটা খুব দ্রুত রিকোভার করবে আশা করি।’

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ