ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২৬৬ দিন পর মাঠে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৬, ৮ ডিসেম্বর ২০২০
২৬৬ দিন পর মাঠে মাশরাফি

সর্বশেষ মাশরাফি মুর্তজা মাঠে নেমেছিলেন এ বছরের ১৬ মার্চ। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে নামেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন-এর দল জেমকন খুলনার হয়ে ঠিক ২৬৬ দিন পর মাঠে নেমেছেন এই ডানহাতি পেসার।

এর আগে গত মঙ্গলবার তিনি অনুশীলন শুরু করেন। মাশরাফি ফেরার পরেই টুর্নামেন্টের দলগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। তাই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লটারিতে যায়। লটারি ভাগ্যে তাকে পেয়ে গেছে জেমকন খুলনা। একই দলে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও।

মশরাফি অনুশীলনে ফেরার পরেই তিনি বিসিবি ট্রেনারের তত্ত্বাবধানে ছিলেন। ফিটনেস টেস্টে পাস করার পরেই বিসিবি যায় লটারিতে। এরপর করোনা টেস্ট দিয়ে যোগ দেন দলের সঙ্গে।

জেমকন খুলনা- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, শামিম পাটোয়ারী, আরিফুল হক, শুভাগত হোম, জাকির হাসান, জহুরুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়