ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: টেস্টের দল ২০ জনের, ওয়ানডেতে ২১

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:১৫, ৯ ডিসেম্বর ২০২০
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: টেস্টের দল ২০ জনের, ওয়ানডেতে ২১

জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাংলাদেশ দল ঘোষণা হবে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ শেষ হওয়ার এক সপ্তাহের ভেতরেই। টেস্ট দলে থাকবেন ২০ জন। ওয়ানডের জন্য নেওয়া হবে ২১ জন। 

মঙ্গলবার মিরপুরে নান্নু বলেন, ‘আমরা প্রায় দল চূড়ান্ত করে ফেলেছি। কোচ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে ঠিক করে ফেলেছি। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো দল। জানুয়ারির একদম প্রথম দিকেই অনুশীলন শুরু হবে। সে হিসেবেই আমরা এগোচ্ছি। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সম্ভাব্য সেরা দলটাই দাঁড় করাবো। টেস্ট ম্যাচের জন্য আমরা ২০ জনের দল দেবো। ওয়ানডের জন্য ২১ জন।’ 

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর এখনও চূড়ান্ত নয়। ক্যারিবিয়ানরা বাংলাদেশে এলে সফর শুরু হবে টেস্ট দিয়ে। ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টিতে মগ্ন। এর আগে ওয়ানডে খেলেছিলেন তারা। সীমিত পরিসরের টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স টেস্ট ক্রিকেটের দল বাছাইয়ে প্রভাব ফেলছে না, এমনটাই জানালেন নির্বাচক। নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে টেস্টের তুলনা করতে পারবেন না। টেস্টের দল নির্বাচন কখনও টি-টোয়েন্টি দেখে হয় না। টি-টোয়েন্টি আরেক ফরম্যাটের খেলা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ অভিজ্ঞদের কাজে লাগে। এভাবেই এগোবো আমরা।’ 

বড়দিনের ছুটির পর জাতীয় দলের কোচিং স্টাফরা দেশে ফিরবেন। জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে ৩ জানুয়ারি। ক্যাম্প চলাকালে আন্তঃদলীয় ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে জানালেন নান্নু, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করছি যে চারদিনের কয়টা ম্যাচ খেলানো যায়! আলোচনা হচ্ছে, এই টুর্নামেন্টের পরই এসব নিয়ে চূড়ান্ত পরিকল্পনা হবে।’ 

আঙুলে চোট পাওয়া মুমিনুল হককে যেতে হচ্ছে ছুরি কাঁচির নিচে। অস্ত্রোপচার করাতে টেস্ট অধিনায়ক মঙ্গলবার উড়াল দিয়েছেন দুবাই। বুধবার তার অস্ত্রোপচার করানো হবে। আপাতত মুমিনুলকে নিয়ে চিন্তা করছেন না নির্বাচকরা। তাদের বিশ্বাস সিরিজ শুরুর আগে পুরোপুরি ফিট পাওয়া যাবে তাকে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়