ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বর্ণবাদে অভিযুক্ত চতুর্থ রেফারির আত্মপক্ষ সমর্থন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৯ ডিসেম্বর ২০২০  
বর্ণবাদে অভিযুক্ত চতুর্থ রেফারির আত্মপক্ষ সমর্থন

প্যারিস সেন্ত জার্মেই ও ইস্তানবুল বাসাকসেহিরের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের শেষ গ্রুপ ম্যাচ কলঙ্কিত হয়েছে বর্ণবাদের অভিযোগে। ১৪ মিনিটে স্থগিত হওয়া ম্যাচটি বুধবার আবার একই সময় থেকে শুরু হবে। পার্ক দে প্রিন্সেসে সফরকারী দল অভিযোগের তীর ছুড়েছে ম্যাচের চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কলতেসকুর দিকে। এই ঘটনার প্রতিক্রিয়ায় রোমানিয়ান রেফারি আত্মপক্ষ সমর্থন করতে শোনা গেছে।

তুর্কি দলটির অভিযোগ, তাদের সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে ‘কালো মানুষ’ বলে সম্বোধন করেছেন কলতেসকু। এই ঘটনার তদন্তও করা হবে। চতুর্থ রেফারির বর্ণবাদী মন্তব্যের পর ইস্তানবুলের খেলোয়াড়রা প্রতিবাদ স্বরূপ ম্যাচ বয়কট করেন। বর্ণবাদের বিরুদ্ধে তাদের সঙ্গে সুর মিলিয়ে মাঠ ছাড়ে পিএসজির খেলোয়াড়রাও। তাতেই ম্যাচটি স্থগিত করা হয়। ওই রেফারিকে বাদ দিয়ে আবার ম্যাচটি শুরু হবে বুধবার রাতে।

বর্ণবাদের অভিযোগ ওঠার পর কলতেসকু তার পরিবারের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। রোমানিয়ান পাবলিকেশন প্রোস্পোর্ট এক আত্মীয়ের সঙ্গে এই চতুর্থ রেফারির কথোপকথন তুলে ধরেছে, ‘আমি ভালো থাকতে চেষ্টা করি। সামনের কয়েক দিন আমি কোনও নিউজ সাইট খুলে দেখছি না। যারা আমাকে চেনে, তারা সবাই জানে আমি বর্ণবাদী নই। অন্তত আমি এমনটাই আশা করি।’

প্রধান রেফারি ওভিদিউ আলিন হাতেগান এখনও কোনও মন্তব্য করেননি। সাইডলাইনে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করতে দেখে তিনি ওয়েবোকে লাল কার্ড দেখান। তবে রোমানিয়ান ক্রীড়ামন্ত্রী ইওনাত স্ত্রো দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘যে কোনও ধরনের বর্ণবাদের তীব্র নিন্দা জানাই আমরা। খেলাধুলা একেবারে আলাদা একটা বিষয়, এটা হচ্ছে কঠোর পরিশ্রম, উচাকাঙ্ক্ষা আর সৌন্দর্যের ব্যাপার। আশা করি এই ঘটনায় কূটনৈতিক তিক্ততা তৈরি হবে না।’

উয়েফার তদন্ত শেষ হওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে স্ত্রো জানিয়েছেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়