ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেসিকে টপকালেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:৪২, ১০ ডিসেম্বর ২০২০
মেসিকে টপকালেন এমবাপ্পে

আগামী ২০ ডিসেম্বর ২২তম জন্মদিন পালনের আগে এই সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ২০ গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন প্যারিস সেন্ত জার্মেইর এই ফরোয়ার্ড।

মঙ্গলবার চতুর্থ রেফারির বিরুদ্ধে ইস্তানবুল বাসাকসেহিরের সহকারী কোচকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উঠলে ম্যাচটি একদিন পিছিয়ে যায়। বুধবার রাতে পার্ক দে প্রিন্সেসে তুর্কিদের ৫-১ গোলে উড়িয়ে দেয় ফরাসি চ্যাম্পিয়নরা। এই ম্যাচে হ্যাটট্রিক করেন নেইমার, আর এমবাপ্পে করেন বাকি দুই গোল।

নেইমারের জোড়া গোলের পর ৪২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে এমবাপ্পের গোলে ৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল পিএসজি। আর ওই গোলে রেকর্ড গড়েন ফরাসি ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগে ২০তম গোল করলেন ২১ বছর ৩৫৫ দিনে। মেসি আগের এই রেকর্ড করেছিলেন ২২ বছর ২৬৬ দিনে।

ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আসরে চার গোল করা এই ফরোয়ার্ড দারুণ এই কীর্তি গড়লেন আরেকটি মাইলফলক ছোঁয়ার কদিন পর। এই সপ্তাহে মঁপেইয়ের বিপক্ষে পিএসজির জার্সিতে গোলের সেঞ্চুরি করেছিলেন এমবাপ্পে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়