ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ম্যাকগ্রার মতে ভারতের একাদশে ‘সম্ভাব্য’ দুটি পরিবর্তন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২০ ডিসেম্বর ২০২০  
ম্যাকগ্রার মতে ভারতের একাদশে ‘সম্ভাব্য’ দুটি পরিবর্তন

আড়াই দিন শেষ না হতে ভারত গুঁড়িয়ে গেছে ৩৬ রানে। দ্বিতীয় ইনিংসে তো কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। অস্ট্রেলিয়ান পেসারদের কাছে নাকানিচুবানি খেয়েছে তারা। এদিকে অ্যাডিলেড টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন বিরাট কোহলি। সব মিলিয়ে মেলবোর্নে হতে যাওয়া বক্সিং ডে টেস্টে সফরকারীদের একাদশে যে পরিবর্তন হচ্ছে তা নিশ্চিত। লিজেন্ডারি অস্ট্রেলিয়া ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা দুটি সম্ভাব্য পরিবর্তন দেখতে পাচ্ছেন।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারত যেভাবে হেরেছে তা অবিশ্বাস্য ঠেকছে ম্যাকগ্রার কাছে। অস্ট্রেলিয়ার ৮ উইকেটের জয়ে বোলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি, ‘ভারতকে শুরুটা ভালো করতে হতো। তাদের একটি জয় প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। এটা ছিল অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য বোলিং পারফরম্যান্স।’

কোহলি দেশে ফিরে যাওয়ায় ভারতের শূন্যতা অনুভব করতে পারছেন ম্যাকগ্রা, ‘বিরাট কোহলি অনেক প্রভাবশালী খেলোয়াড়। তাকে ছাড়া দলে বড় ধরনের শূন্যতা তৈরি হবে। কিন্তু একই সময়ে অন্য খেলোয়াড়রাও তাদের প্রমাণ দেওয়ার সুযোগ পাবে। বিরাট কোহলির জায়গায় সম্ভবত লোকেশ রাহুল আসতে পারে।’

টপ অর্ডারে আরেকটি পরিবর্তন দেখতে পাচ্ছেন ম্যাকগ্রা, ‘ভারতের হাতে আরেকটি বিকল্প আছে- শুভমান গিল। ওয়ানডে সিরিজে সে ইতিবাচক ছিল। আমার কাছে টপ অর্ডারে এটাই সম্ভাব্য পরিবর্তন।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়