ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সান্তোসের দাবি, পেলের রেকর্ড ভাঙতে পারেননি মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৮ ডিসেম্বর ২০২০  
সান্তোসের দাবি, পেলের রেকর্ড ভাঙতে পারেননি মেসি

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে ৬৪৪ গোল করে এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। পেছনে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে। তবে যে ক্লাবের হয়ে এতদিন রেকর্ডটি ছিল তার, সেই সান্তোস দাবি করেছে এখনও রেকর্ড পেলের দখলে রয়েছে।

এমনকি রেকর্ড হাতছাড়ার পর তিনবারের বিশ্ব জয়ী পেলে অভিনন্দন জানিয়েছেন মেসিকে। কিন্তু সান্তোস ইনস্টাগ্রাম পোস্টে দাবি করেছে, তাদের সাবেক খেলোয়াড়ের প্রীতি ম্যাচের গোলগুলো সর্বমোটের খাতায় আনা উচিত।

ক্লাবটি তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে, ‘গত কয়েক দিন ধরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় অনেক তর্ক হচ্ছে যে সান্তোসের শার্টে পেলে কতগুলো গোল করেছেন। কিছু পরিসংখ্যান অনুযায়ী আর্জেন্টাইন লিওনেল মেসি (বার্সেলোনা) এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন, যখন তিনি কাতালানদের হয়ে ৬৪৪ গোল করেছেন। কিছু প্রীতি ম্যাচের গোলও এতে যুক্ত করা হয়েছে। “পেলে এরই মধ্যে বার্সার ১০ নম্বর জার্সিধারীকে অভিনন্দন জানিয়েছেন: আমাদের মতো গল্প, একই ক্লাবের প্রতি অনেক দিনের ভালোবাসা, এসব ফুটবলে দুর্লভ হতে যাচ্ছে।’ ও রেই (রাজা) সোশ্যাল মিডিয়ায় এসব লিখেছেন।’

লম্বা পোস্টে সান্তোস আরও লিখেছে, ‘মিডিয়া রিপোর্টে যে মোট সংখ্যা এসেছে, তাতে বাদ পড়েছে ক্লাবের হয়ে সর্বমোট গোলের হিসাব। পেলে সান্তোসের হয়ে ১ হাজার ৯১ গোল করেছেন। অভিজ্ঞ মিডিয়ার হিসাব অনুযায়ী ও রেই প্রতিযোগিতামূল ম্যাচে করেছেন ৬৪৩ গোল এবং ৪৪৮ গোল করেছেন প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টে যেগুলো কম গুরুত্বপূর্ণ ছিল। যে ৪৪৮ গোলের হিসাব আজ তারা বাদ দিয়েছে তা ছিল ওই সময়ের বিশ্ব সেরা দলগুলোর বিপক্ষে। ক্লাব আমেরিকা (মেক্সিকো) ও কোলো কোলো (চিলি) উভয়েই পেলের কাছে ৯ গোল হজম করেছে।’

ইন্টার মিলান, রিভার প্লেট, বোকা জুনিয়র্সের মতো দলগুলোর বিপক্ষেও করা গোল সর্বমোটের হিসাবে ধরা হয়নি দাবি ব্রাজিলিয়ান জায়ান্টদের, ‘১৯৬০ এর দশকে ইউরোপের অন্যতম সেরা দল ছিল ইন্টার মিলা, ও রেই তাদের জালে ৮ বার বল পাঠিয়েছে। এই তালিকা বিশাল, অনেক বড় নাম: রিভার প্লেট, বোকা জুনিয়র্স, রেসিং, ইউনিভার্সিদাদ দে চিলি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, লাৎসিও, নাপোলি, বেনফিকা ও অ্যান্ডারলেখট আছে। এমনকি বার্সেলোনাও, যেখানে মেসি খেলছে, তারাও পেলের শিকার। চার ম্যাচে (তাদের বিপক্ষে) চার গোল করেছেন তিনি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়