ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বার্সার শিরোপার সম্ভাবনা ‘খুব কঠিন’: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৩০ ডিসেম্বর ২০২০  
বার্সার শিরোপার সম্ভাবনা ‘খুব কঠিন’: কোমান

ন্যু ক্যাম্পে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো বার্সেলোনা। লা লিগায় এইবারের কাছে মঙ্গলবার ধরা খেলো তারা। ১-১ গোলের ড্র শেষে কাতালানরা ষষ্ঠ স্থানেই আছে, কিন্তু যৌথভাবে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের চেয়ে তারা সাত পয়েন্ট পেছনে। এই পরিস্থিতিতে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা ‘খুব কঠিন’ বলে কোচ রোনাল্ড কোমান স্বীকার করলেন।

কিকে গার্সিয়ার প্রথম গোলের পর উসমান দেম্বেলে গোল শোধ না করলে বার্সার জন্য ২০২০ সালটা আরও বাজেভাবে শেষ হতে পারতো। এর আগে ১৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল মিস করেছিলেন বার্সা ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েট।

কোমানের দল প্রথম ১৫ লিগ ম্যাচে মাত্র সাতটি জিতেছে, যা ২০০৩ সালের পর সবচেয়ে বাজে শুরু। ডাচ কোচ মানছেন, ঘোলাটে হতে শুরু করেছে শিরোপা জেতার স্বপ্ন। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি বাস্তববাদী। চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। তবে কোনও কিছু অসম্ভব নয়। কিন্তু এই দূরত্বটা মেনে নিতে হবে। আতলেতিকো আমার কাছে খুব ভালো দল লাগছে, খুব শক্তিশালী, তারা অনেক বেশি গোল খাবে না।’

মঙ্গলবারের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। সতীর্থদের হতাশাজনক পারফরম্যান্স তাকে দেখতে হয়েছে স্ট্যান্ড থেকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড থাকলে অন্য কিছু হতে পারতো মানছেন কোমান, ‘বলা যাবে না যে বার্সা মেসিকে ছাড়া অনেক ভালো খেলে। সে একজন আলাদা খেলোয়াড়। বলা চলে আমরা ভালো খেলেছি, কিন্তু ব্যক্তিগত ভুলের মাশুল দিতে হয়েছে পয়েন্ট হারিয়ে। আমরা জয়ের দাবিদার, যা প্রয়োজন ছিল আমরা করেছি। (এইবার) গোলে কেবল একটি শট ছিল।’

পেনাল্টি থেকে গোলটা হলে ফল ভিন্ন হতে পারতো মনে করছেন কোমান, ‘আমরা যদি এগিয়ে যেতাম (পেনাল্টি থেকে), তাহলে দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতো। কিন্তু বল তো জালে পাঠাতে হবে।’

বার্সা নতুন বছর শুরু করবে উয়েস্কার মাঠে লা লিগা ম্যাচ দিয়ে, যা হবে আগামী রোববার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়