ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১৫ জানুয়ারি ২০২১  
দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন 

বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকসের ৪৪তম প্রতিযোগিতায় দেশের দ্রুততম মানব হয়েছেন মোহাম্মদ ইসমাইল ও মানবী হয়েছেন শিরিন আক্তার। গতবারের আসরেও তারা দুজনেই দ্রুততম মানব-মানবী নির্বাচিত হয়েছিলেন।

ইসমাইল-শিরিন দুজনেই নৌবাহিনীর অ্যাথলেট। শুক্রবার ১০০ মিটার স্প্রিন্টে ইসমাইল সময় নিয়েছেন ১০.৫৫ সেকেন্ড। আর শিরিন আক্তারের লেগেছে ১১.৮০ সেকেন্ড।

দ্রুততম মানব হয়ে ইসমাইল বলেন ‘করোনাকালে অনুশীলন করতে অনেক বাধা ছিল। কিন্তু সন্তুষ্ট হয়েছি এ জন্য যে, দ্রুততম মানবের খেতাবটা ধরে রাখতে পেরেছি। আশা করি, বাংলাদেশ গেমসে টাইমিং কমাতে পারব।’

আর শিরিন বলেন ‘আমার কোচ নিশ্চয়ই আরও ভালো টাইমিং আশা করেছিলেন। তবে আমি মোটামুটি খুশি। সামনে বাংলাদেশ গেমস আছে। আশা করি, ওটাতে আরও ভালো টাইমিং করতে পারব।’

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়