ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোপা দেল রে জিততে চান কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৮ জানুয়ারি ২০২১  
কোপা দেল রে জিততে চান কোমান

স্প্যানিশ সুপারকোপা জেতা হয়নি। প্রথম কোনও ফাইনালে উঠে শিরোপাবঞ্চিত হওয়া বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানের চোখ এবার কোপা দেল রেতে। বুধবার দ্বিতীয় সারির দল রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ডাচ কোচ জানালেন, স্প্যানিশ কাপ জিততে চান তিনি। একই সঙ্গে লা লিগার শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদকে টপকে যাওয়ার চেষ্টা থাকবে তার।

৬৩তম মিনিটে ফ্রান গার্সিয়া এগিয়ে দেন ভায়েকানোকে। লিওনেল মেসি ছয় মিনিট পর সমতা ফেরান এবং ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে জয় পায় বার্সা। আগামী ৩১ জানুয়ারি লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পেছনে থাকা কাতালানরা ব্যবধানটা আরও কমাতে চায়।

শিরোপা এখনও অনেক দূরের পথ। তারপরও তাতে মনোনিবেশ করছে বার্সা। দলের লক্ষ্য নিয়ে কোমান বলেছেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে খেলা, টেবিলের শীর্ষে ওঠার জন্য প্রত্যেক ম্যাচ জেতার চেষ্টা করবো। এখনকার ব্যবধানটা (লা লিগায়) কমাতে চাই, খেলতে চাই চ্যাম্পিয়নস লিগে। আর কোপা জিততে চাই আমরা। আমাদের দলের এই মানসিকতাটা সব প্রতিযোগিতায় থাকে। এটা আসল। আমরা বার্সা, কিন্তু কোনও ম্যাচ সহজ নয়।’

পিছিয়ে পড়েও দলের জয়ে উচ্ছ্বসিত কোমান, ‘আমি খুব খুশি। শুরু থেকে আমরা ভালো খেলেছি। প্রথম ভাগে তো আমরা বেশ কয়েকবার তাদের মাফ করে দিয়েছি, বেশ কয়েকবার পেনাল্টি হতে পারতো। দ্বিতীয়ার্ধে আমরা আমাদের আসল চেহারা দেখিয়েছি। দারুণভাবে ঘুরে দাঁড়ালাম। মাত্র এক গোলের পার্থক্য, এমন ফল শেষ পর্যন্ত ভোগায়। তবে সব মিলিয়ে দল খুব ভালো খেলেছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়