ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিয়ালের সম্ভাবনা এখনও ‘ফিফটি-ফিফটি’: জিদান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রিয়ালের সম্ভাবনা এখনও ‘ফিফটি-ফিফটি’: জিদান

আতালান্তার মাঠে প্রথম লেগ জিতে এলেও স্বস্তিতে থাকার কোনও কারণ দেখছেন না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তারকাহীন দল নিয়ে ১০ জনের প্রতিপক্ষকে হারাতে ঘাম ছুটেছে তাদের। দুই দলই কোয়ার্টার ফাইনালে ওঠার সমান সুযোগ নিয়ে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে মনে করছেন রিয়াল কোচ।

১৭তম মিনিটে রেমো ফ্রেউলার লাল কার্ড দেখলে বাকিটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে আতালান্তাকে। এমন দারুণ সুযোগ পেয়েও প্রতিপক্ষের জালে বল পাঠাতে বেগ পেতে হয়েছে রিয়ালকে। ১০ জনের দল হওয়ার পর আতালান্তার বিপক্ষে প্রথমার্ধে কেবল লক্ষ্যে একটি শট নেয় মাদ্রিদ ক্লাব। শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেন ফারলান্দ মেন্দি। ৮৬তম মিনিটে দুর্বল ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

একদিকে এগিয়ে থেকে দ্বিতীয় লেগ খেলবে রিয়াল, আর ম্যাচটি হবে তাদের মাঠে। তারপরও দলের কোয়ার্টার ফাইনাল সম্ভাবনা নিয়ে জিদানের সরল স্বীকারোক্তি, ‘এখনও এটা ফিফটি-ফিফটি।’ প্রথম লেগের খেলা যে সহজ হবে না তা জানতেন রিয়াল কোচ, ‘এই ম্যাচ সহজ হবে প্রত্যাশা করিনি। আমরা জানি আতালান্তা শারীরিকভাবে খুব শক্তিশালী এবং তারা তা প্রমাণ করেছে।’

শেষ পর্যন্ত গোলের দেখা পাওয়ায় জিদানের কণ্ঠে স্বস্তি, ‘ম্যাচটা আমাদরে জন্য কঠিন ছিল, এমনকি ১০ জনের বিপক্ষেও। কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ গোল করলাম। তারপরও কোনও কিছু নিশ্চিত নয়। এখনও দ্বিতীয় লেগ খেলতে হবে আমাদের এবং সম্ভাবনা এখনও ফিফটি-ফিফটি। আতালান্তা এমন একটা দল, যারা আমাদের মাঠেই সমস্যা তৈরি করতে সক্ষম।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়