ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমরা শিখছি: লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১ এপ্রিল ২০২১  
আমরা শিখছি: লিটন

মাহমুদউল্লাহ বাঁ ঊরুতে টান পড়ায় খেললেন না নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে দেশের সপ্তম অধিনায়ক হলেন লিটন দাশ। নতুন দায়িত্বে ব্যক্তিগত বা দলগত কোনও দিক থেকে নজর কাড়তে পারলেন না উইকেটকিপার ব্যাটসম্যান।

বৃষ্টির বাগড়ায় ১০ ওভারে কমে যাওয়া ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছন্নছাড়া বাংলাদেশকে দেখা গেছে। হারতে হয়েছে ৬৫ রানে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হয়েছে হোয়াইটওয়াশ। দলকে যে লিটন নেতৃত্ব ঠিকঠাক দিতে পারেননি, ম্যাচের চিত্রই তা বলে দিচ্ছে। তাছাড়া উইকেটের পেছনেও ছিলেন নিষ্প্রভ, আর ব্যাটিংয়ে প্রথম বলেই হয়েছেন বোল্ড।

লিটনের মতোই গোটা বাংলাদেশ দল ছিল প্রাণহীন। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক তুলে ধরলেন পুরো সফরের হতাশার চিত্র, ‘আমরা ব্যাটিংয়ে ও ফিল্ডিংয়ে ভালো ক্রিকেট খেলছি না। তারই মাশুল দিতে হচ্ছে আমাদের।’

উপমহাদেশীয় কন্ডিশনে লড়াই করলেও বিদেশে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ নতুন নয়। এখান থেকে বেরিয়ে আসা জরুরি বললেন লিটন, ‘আমরা উপমহাদেশীয় ট্র্যাকে খেলি। কিন্তু এখানে আমাদের ভাবা দরকার যে নিউ জিল্যান্ডের মতো দলগুলোকে কীভাবে বাউন্সি উইকেটে খেলতে হবে। আমরা শিখছি, উইকেট ও কন্ডিশন সম্পর্কে শিখছি এবং এখানে কীভাবে খেলতে হয় তা বোঝার চেষ্টা করছি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়