ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিন ফরম্যাটের একটি ছাড়ছেন তামিম!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২ এপ্রিল ২০২১   আপডেট: ১১:১৩, ২ এপ্রিল ২০২১
তিন ফরম্যাটের একটি ছাড়ছেন তামিম!

আন্তর্জাতিক ক্যারিয়ারকে লম্বা করতে ক্রিকেটের একটি ফরম্যাট ছাড়ার আভাস দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি ব্যক্তিগত কারণখ দেখিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ না খেলে নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরে আসেন তিনি। তাতে প্রশ্ন উঠছে, তাহলে কি কুড়ি ওভারের ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন তামিম?

১৪ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের টপ অর্ডারে ধারাবাহিকভাবে খেলছেন তামিম। ইনজুরির কারণে হয়তো কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। অনেক দিনই তো হলো, এবার বোঝা একটু কমাতে চান তিনি। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘আমি যদি আরও চার-পাঁচ বছর খেলতে চাই, মনে হয় না আমি তিন ফরম্যাটের সবগুলো খেলতে পারবো। এটা সম্ভব না। আমাকে দুটি ফরম্যাট বাছাই করতে হবে, যা আমার কাছে গুরুত্বপূর্ণ যেখানে আমি দলের জন্য অবদান রাখতে পারবো। এটা হতে পারে এখনই অথবা ছয় মাস পর। এমনকি হতে পারে একটা ফরম্যাট খেললাম।’

বাংলাদেশের বাঁহাতি ওপেনার আরও যোগ করেছেন, ‘আমি জানি কত দিন খেলতে চাই কিংবা আমার কি অর্জন করার আছে। এটা আমি এখনই বলতে চাই না। যদি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করতে চাই, কিছু না কিছু ছাড়তেই হবে। শিগগিরই কিংবা পরে আমি অনেক মানুষকে অবাক করবো। দল ও আমার ক্যারিয়ারের জন্য এটাকে ঠিক মনে করলে অবশ্যই আমি সিদ্ধান্ত নেবো। কঠিন সিদ্ধান্ত নিতে আমি কখনও সংকোচবোধ করিনি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের বর্তমান শীর্ষ ব্যাটসম্যান তামিম। টেস্টে তার অবস্থান মুশফিকুর রহিমের পর দ্বিতীয় স্থানে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ২৩ সেঞ্চুরি ও ৮৫ ফিফটি তার। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়