ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছয় ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি প্রিমিয়ার লিগের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২০ এপ্রিল ২০২১  
ছয় ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি প্রিমিয়ার লিগের

প্রস্তাবিত সুপার লিগে ইউরোপের ১২টি বড় বড় ক্লাব অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই বিদ্রোহী লিগে যে ক্লাব ও খেলোয়াড়েরা যুক্ত হবে তাদের পরিণতি নিয়ে ফিফা ও উয়েফা হুঁশিয়ার করে দিয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করার কথা জানিয়েছে শীর্ষ ফুটবল সংস্থাগুলো। এবার প্রিমিয়ার লিগও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলো।

নতুন ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব খেলার ঘোষণা দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি তাদের নাম যুক্ত করেছে এতে। এমন পরিস্থিতিতে বিতর্কিত টুর্নামেন্টের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলেছে প্রিমিয়ার লিগ। একই সঙ্গে ছয় ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তারা।

এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ মঙ্গলবার (২০ এপ্রিল) বলেছে, ‘ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) নিয়ে প্রস্তাবিত সুপার লিগের প্রভাব সম্পর্কে আজ ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল প্রিমিয়ার লিগ। সেখানে প্রতিযোগিতার পরিকল্পনা সর্বসম্মতিক্রমে ও জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ১৪ ক্লাব। এর অগ্রগতি থামাতে প্রিমিয়ার লিগ সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এবং সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টও জব্দ করা হবে।’

তারা আরও যোগ করেছে ‘ফুটবলের স্বার্থরক্ষায় ভক্তদের সংগঠন, সরকার, উয়েফা, এফএ, ইএফএল, পিএফএ ও এলএমএর মতো মূল স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করে যাবে লিগ। প্রস্তাবিত প্রতিযোগিতায় ক্লাবগুলোকে অংশগ্রহণ না করার আহ্বান জানানো হচ্ছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুতে সর্বাত্মক সমর্থনের কারণে ভক্ত ও সব স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাই আমরা। এই প্রতিক্রিয়া প্রমাণ করে ফুটবল তাদের কাছে কতটা অর্থবহ।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়