Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৭ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪২৮ ||  ০৩ শাওয়াল ১৪৪২

রাউলের পাশে বেনজেমা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ২২ এপ্রিল ২০২১  
রাউলের পাশে বেনজেমা

লা লিগায় বুধবার (২১ এপ্রিল) রাতে কাদিজের বিপক্ষে দুই গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় নাম লিখলেন করিম বেনজেমা।

ফরাসি ফরোয়ার্ড লা লিগায় ৩৫তম ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন। তাতে করে সবচেয়ে বেশি প্রতিপক্ষের জালে গোল করার কীর্তিতে রিয়াল লিজেন্ড রাউলের পাশে বসলেন বেনজেমা। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও এই মাইলফলকে পৌঁছাতে পারেননি।

এ নিয়ে লা লিগায় ৯ ম্যাচের আটটিতে অন্তত একটি করে গোল করলেন বেনজেমা, সব মিলিয়ে ১১টি। তার এই গোলে রিয়াল টানা ১২ ম্যাচ অজেয় থাকলো লিগে। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে উঠে গেছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।

এই জোড়া গোলে ২৮ ম্যাচ শেষে বেনজেমার গোল ২১টি। তাতে করে পিচিচি ট্রফি জয়ে লিওনেল মেসির (২৩) সঙ্গে ব্যবধান দুইয়ে নামালেন তিনি।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়