ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তৃতীয় দিনও ব্যাটিং করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৫৭, ২২ এপ্রিল ২০২১
তৃতীয় দিনও ব্যাটিং করবে বাংলাদেশ

সবাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, তৃতীয় দিনের সকালের সেশন পুরোদমে কাজে লাগাতে চান তিনি। ব্যাটসম্যানদের থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রত্যাশা করছেন। দ্রুত রান তুলে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাতে চান।

কোচের বিশ্বাস, ৫২০ রান কিংবা কাছাকাছি পুঁজি পেলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানো যাবে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ৪৭৪ রান তুলেছে। আলোর স্বল্পতায় দিনের ২৫ ওভার খেলা হয়নি। খেলা হলে বাংলাদেশ অনায়েসে পাঁচশর চূড়ায় চলে যেত।

উইকেটে আছেন থিতু হওয়া দুই ব্যাটসম্যান মুশফিক ও লিটন। পরবর্তীতে আসবেন মিরাজ। তাদের দিকে তাকিয়ে আছেন ডমিঙ্গো, ‘আমরা কত রানে ইনিংস ঘোষণা করবো তা আজ রাতের বৈঠকে ঠিক করবো। তবে আমাদের আগামীকাল দ্রুত রান তুলতে হবে। আমরা যদি ৫২০ রানের কাছাকাছি তুলতে পারি তাহলে শ্রীলঙ্কাকে চাপে রাখতে পারব।‘

পাল্লেকেলের উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু দেখছেন না ডমিঙ্গো। তবে রান তুলতে ব্যাটসম্যানদের ঘাম ঝরাতে হবে। এজন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি সুযোগগুলো কাজে লাগানোর কথা জানলেন ডমিঙ্গো, ‘আমি মনে করি এ উইকেটে রিভার্স সুইং বড় ভূমিকা রাখবে। উইকেটে এখনও আর্দ্রতা রয়েছে। এজন্য বোলারদের চাপে রাখতে পারলে ভালো ফল পাওয়া যাবে। এটা এমন উইকেট না যে ৪০-৫০ ওভার অনায়েসে খেলা যাবে। এজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং চাপ প্রয়োগ করতে হবে। আমাদেরকে ধারাবাহিক ভালো জায়গায় বল করতে হবে এবং সুযোগগুলোকে শতভাগ কাজে লাগাতে হবে। ম্যাচে ২০ উইকেট পাওয়া সহজ নয়। এজন্য আগামী তিনদিন আমাদেরকে নিয়ন্ত্রণে থাকতে হবে।’

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়