ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নেইমারের যে আচরণে মহাখুশি পিএসজি কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৭ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৪৩, ২৭ এপ্রিল ২০২১
নেইমারের যে আচরণে মহাখুশি পিএসজি কোচ

ফুটবল ইতিহাসে রেকর্ড অর্থের বিনিময়ে বার্সেলোনা থেকে প্যারিসে গিয়েছেন। তিনি বিশ্বের অন্যতম তারকা ফুটবলার।  বলছি প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার জুনিয়রের কথা।

এমন কারো গুরু হওয়াতো চাট্টিখানি কথা নয়। তাদের দেখেশুনে রাখতেও যে বড় চিন্তার কারণ হয়ে থাকে দলের কোচ-কর্তাদের জন্য। আপাতত মাথা ব্যথার কারণ হচ্ছেন না নেইমার; তার কৃতকর্মে মহাখুশি পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।

পচেত্তিনো জানান, নেইমারের কোচ হওয়া আনন্দের। কারণ এই ব্রাজিলিয়ান বিনয়ী, তার কথা শোনেন ও আদেশ অনুযায়ী কাজ করেন।

'নেইমারের সঙ্গে কাজ করা সহজ, কারণ বেশি কিছু করতে হয় না। প্রথম দিন থেকে সে সহোযোগিতা করছে। সে অনেক বিনয়ী, সে শোনে এবং যা বলা হয় তা ভালোভাবেই গ্রহণ করে।'

আগামীকাল চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ম্যাচে  ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে নেইমারের দিকে নিঃসন্দেহে তাকিয়ে থাকবে প্যারিসের ক্লাবটি।

পিএসজি কোচ জানালেন, '১০ বছর ধরেই পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়। ক্লাবও অনেক পরিশ্রম করে যাচ্ছে লক্ষ্যে পৌঁছাতে।'

গত আসরে পিএসজি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠে। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মাটি হয়ে যায়।

 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়