ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৮ মে ২০২১   আপডেট: ০৮:৪২, ১৮ মে ২০২১
আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

ফাইল ছবি

আবারও আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন গ্রুপ। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় চলতি মাসে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চলমান লকডাউন ও দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার কারণে এ মাসে হচ্ছে না। আগামী মাসে সুবিধাজনক সময়ে শুরু হবে ২ লাখ টাকার প্রাইজমানির এই প্রতিযোগিতা। যেটা ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যেখানে গ্র্যান্ড মাস্টার, ফিদে মাস্টার ও ইন্টারন্যাশনাল মাস্টাররা খেলবেন।

প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম রাইজিংবিডিকে বলেন, ‘প্রতি বছর আমরা রেটিং টুর্নামেন্ট আয়োজন করি। এবারও করতে যাচ্ছি। এবারও যথারীতি এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ। ২ লাখ টাকা প্রাইজমানি ও ৫০ হাজার টাকার গিফট দেওয়া হবে। এই টুর্নামেন্টে জিএম, এফএম ও আইএমরা খেলবেন। চলতি মাসেই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। কিন্তু চলতি মাসের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত হবে এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্ট। এরপর জুনের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত হবে জোনাল টুর্নামেন্ট। এরপর সুবিধাজনক সময়ে আমরা ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টটি করবো।’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ নিয়মিত রেটিং দাবা টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। রেটিং দাবা প্রতিযোগিতা অনেকটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মতো। এর মাধ্যমে যারা নন রেটেড দাবাড়ু আছেন তারা রেটিং এর আওতায় আসতে পারেন। আবার যারা কম রেটিং এর মধ্যে আছেন তারাও উন্নতি করতে পারেন। এর আগেও আমরা দাবার সঙ্গে ছিলাম। এখনও আছি। আসলে জাতীয় লিগ, প্রিমিয়ার বিভাগ ও প্রথম বিভাগের দাবা লিগের মতো ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাগুলোর সঙ্গে আমরা সর্বদাই থাকার চেষ্টা করি। রেটিং দাবায় প্রাইজমানির বিষয় থাকে। ফলে খেলোয়াড়রা লাভবান হন। এ ছাড়া চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলের সবাইকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।’

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ