ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দল জিতলে প্রতিটা সেঞ্চুরি স্পেশাল : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৯, ২৬ মে ২০২১   আপডেট: ০০:৩০, ২৬ মে ২০২১
দল জিতলে প্রতিটা সেঞ্চুরি স্পেশাল : মুশফিক

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। আগের ম্যাচে ১৬ রানের আক্ষেপ নিয়ে ফিরছিলেন; এবার ফিরলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েই। মুশফিকের কাছে সেঞ্চুরি 'মাইলস্টোন' হলেও দল জিতলে তবেই স্পেশাল মনে হয়।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক সেঞ্চুরির দেখা পেয়েছেন ১১৪ বলে ৬টি চারের মারে। আউট হন ১২৫ রান করে। তার এই শতকের ওপর নির্ভর করে বাংলাদেশ জয়ের ভিত (২৪৬/১০)  গড়ে। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে বড় জয়ে (১০৩ রানে) মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরো পড়ুন:

ম্যাচ শেষে মুশফিক সেঞ্চুরির অনুভূতি নিয়ে বলেন, 'আমার মনে হয় এটা জাস্ট আরেকটা সেঞ্চুরি। প্রত্যেকটা সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল যদি আমার দল জিতে। সেদিক থেকে অবশ্যই স্পেশাল।'

এই জয়ে বাংলাদেশ একটি অনন্য মাইলফলক অর্জন করে। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সিরিজে জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। মুশফিকের কাছে এ জন্য আরও স্পেশাল মনে হয়েছে।  

মুশফিক বলেন, 'এটা আরেকটু স্পেশাল কারণ আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনো সিরিজ জেতেনি। এটার কারণে জিততে পেরেছি। অবশ্যই সামনের দিনে ভালো করতে আমাকে অনুপ্রেরণা দিবে।'

দলের ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ার মিছিলে অন্য প্রান্তে প্রতিরোধ গড়েন মুশফিক। মাহমুদউল্লাহর সঙ্গে ৮৭ রানের জুটির পর সাইফউদ্দিনের সঙ্গে গড়েন একটি কার্যকর। বারবার বৃষ্টির বাধায় শঙ্কা জেগেছে; সেই শঙ্কা উড়িয়ে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন। মুশফিকের সঙ্গে শেষ হাসি আসে বাংলাদেশও।

মুশফিক আউট হয়েছেন বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে। তখনো বল বাকি ১১টি। এ জন্য মুশফিকের কণ্ঠে ঝরেছে আক্ষেপও।

'আরও এগারোটা বল বাকি ছিল। ক্লোজ গেমে এই এগারো বলে ১০ বা ২০ রান করতে পারলে আমরা আরও এগিয়ে থাকতাম। সেদিক থেকে আমার ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা আছে'-ঠিক এভাবেই বলেছেন মিস্টার ডিপেন্ডেবল। 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়