ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বিদেশি ক্রিকেটাররা না এলেও আইপিএল শেষ হবে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৩১ মে ২০২১  
‘বিদেশি ক্রিকেটাররা না এলেও আইপিএল শেষ হবে’

সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আইপিএলের বাকি অংশ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ ভারতীয় ক্রিকেট বোর্ড। কদিন আগে তা আনুষ্ঠানিকভাবে ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। সূচি চূড়ান্ত হয়নি এখনও। তবে নতুন করে চিন্তা বাড়িয়েছে বিদেশি ক্রিকেটারদের অংশ নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা। এ নিয়ে সাফ কথা জানালেন বিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা।

আইপিএলের বাকি অংশ যখন হবে, তখন আন্তর্জাতিক ক্রিকেট থাকবে খুবই ব্যস্ত। তাতে করে বেন স্টোকস, জস বাটলার, প্যাট কামিন্স, স্টিভ স্মিথের মতো বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এ ব্যাপারে রাজিব জানালেন, বিদেশি ক্রিকেটাররা আসুক বা না আসুক, স্থগিত আইপিএল শেষ করাই তাদের একমাত্র লক্ষ্য।

‘আমরা এই বিষয়টি (বিদেশি ক্রিকেটার) নিয়েও আলোচনা করেছি। আমাদের প্রধান ভাবনা হলো আইপিএলের এই আসর শেষ করা। মাঝপথে এটি শেষ হয়ে যাক, তা চাই না। তাই বিদেশি খেলোয়াড়রা যারা থাকবে ভালো, না থাকলে নেই। এটা টুর্নামেন্ট আয়োজন করা থেকে আমাদের বিরত রাখতে পারবে না।’

প্রয়োজনে ভারতীয় খেলোয়াড়দের নিয়েই এই আসর শেষ করা হবে বললেন রাজিব, ‘ভারতীয় খেলোয়াড়রা আছে, বিদেশিরাও আছে। কিছু বিদেশি খেলোয়াড়কে হয়তো পাওয়া যাবে না। আমি যেটা বললাম, আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চয় আরও অন্য খেলোয়াড়দের নেবে। যারাই থাকুক, তাদের নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়